আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ডে নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য বদলের খরচ বাড়ল। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে নতুন হারে ফি কার্যকর হয়েছে। ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে। ২০২৮ সালের অক্টোবর মাস থেকে ফের নতুন হারে ফি কার্যকর হবে।

ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অথবা তথ্য সংক্রান্ত যে কোনও পরিবর্তন ঘটাতে গেলেই এখন থেকে বর্ধিত হারে ফি দিতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপটেড প্রক্রিয়া বিনামূল্যেই করা যাবে। বর্ধিত হারে কোন খাতে কত টাকা খরচ হবে, তার স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ()

ইউআইডিএআই জানিয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস, অর্থাৎ নাম, ঠিকানা, জন্মের তারিখ, ফোন নম্বর, ইমেল পাল্টানোর ক্ষেত্রে আগে ৫০ টাকা খরচ পড়ত, এখন থেকে তা বেড়ে হয়েছে ৭৫ টাকা। এছাড়া, বায়োমেট্রিক মডিফিকেশন্স করালেও বাড়তি টাকা দিতে হবে।

বায়োমেট্রিক মডিফিকেশন্স কী? ফিঙ্গার প্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি বদলানোর জন্য এতদিন ১০০ টাকা করে দিতে হতো। এখন থেকে দিতে হবে ১২৫ টাকা করে। 

?ref_src=twsrc%5Etfw">September 29, 2025

নথিপত্র সংক্রান্ত তথ্য যেমন, পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ বদলাতে চাইলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত, তা বিনামূল্যেই করা যাবে। এনরোলমেন্ট সেন্টারে গেলে খরচ পড়বে ৭৫ টাকা। এতদিন যা ছিল ৫০ টাকা। 

eKYC বা অন্য টুলের মাধ্যে আধার প্রিন্ট বের করতে হলে প্রথম দফায় ৪০ টাকা দিতে হবে। দ্বিতীয় বার দিতে হবে ৫০ টাকা। 

নির্দিষ্ট সময় অন্তর শিশুদের তথ্য যাতে আপডেট করতে আগ্রহী হন সকলে, তার জন্য শিশুদের তথ্য বদলে আপাতত কোনও ফি ধার্য করা হয়নি। ৫-৭, ১৫-১৭ বছর বয়সিদের প্রথম বায়োমেট্রিক আপডেশন বিনামূল্যেই করা যাবে। ৭-১৫ বছর বয়সিদের বায়েমেট্রিক আপডেশন সাধারণত ১২৫ টাকা ফি লাগে। তবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত বিনামূল্যেই করা যাবে।

যাঁরা এনরোলমেন্ট সেন্টারে যেতে পারবেন না, লোক এসে বাড়ি থেকেই তাঁদের তথ্য় সংগ্রহ করতে পারেন। তবে সেক্ষেত্রে ৭০০ টাকা দিতে হবে, সেই সঙ্গে দিতে হবে জিএসটি-ও। একই ঠিকানার একাধিক বাসিন্দা যদি ওই পরিষেবা নিতে চান, সেক্ষেত্রে অন্য়ান্যদের সকলকে মাথাপিছু ৩৫০ টাকা করে দিতে হবে।