আজকাল ওয়েবডেস্ক: চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১৫। ফোনটি ভারতে ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় লঞ্চ হবে, আর সেদিন রাত ৮টা থেকেই বিক্রি শুরু হবে।


এই ফোনটি হবে ভারতের প্রথম স্মার্টফোন যেখানে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর। ইতিমধ্যেই ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যামাজনে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট চালু করেছে, যেখানে আগ্রহীরা নোটিফিকেশন পেতে রেজিস্টার করতে পারবেন।


OnePlus 15-এর সবচেয়ে বড় আকর্ষণ এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা আগের প্রজন্মের তুলনায় দ্রুততর CPU স্পিড, উন্নত GPU পারফরম্যান্স এবং বেশি পাওয়ার এফিসিয়েন্সি প্রদান করবে।


ফোনটিতে থাকবে OxygenOS 16, যা Android 15-ভিত্তিক সফটওয়্যার। এটি আরও মসৃণ ইউজার এক্সপিরিয়েন্স, কাস্টমাইজেবল ইন্টারফেস এবং উন্নত প্রাইভেসি সেটিংস দেবে।

আরও পড়ুন: নীরবে ডুবছে ভারতের মহানগরগুলি, কলকাতার হাল জানলে চোখ কপালে উঠবে


ব্যাটারি ও চার্জিং
OnePlus 15 আসছে বিশাল ৭৩০০ mAh ব্যাটারি নিয়ে, যা কোম্পানির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি ক্যাপাসিটি। এই ব্যাটারি ১২০W সুপার ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে, যা ফোনের সঙ্গে বক্সেই দেওয়া থাকবে। তাছাড়া, ফোনটিতে থাকবে ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যা মাত্র কয়েক মিনিটেই উল্লেখযোগ্য চার্জ দিতে সক্ষম। ব্যাটারি ক্ষমতা বৃদ্ধির ফলে OnePlus 15 আগের মডেলগুলোর তুলনায় অধিক সময়ের স্ক্রিন-অন টাইম ও উন্নত ব্যাটারি লাইফ প্রদান করবে।


ডিসপ্লে ও ডিজাইন
ফোনটিতে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫Hz—যা বর্তমানে বাজারে থাকা অধিকাংশ স্মার্টফোনের তুলনায় বেশি। এই উচ্চ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের আরও স্মুথ স্ক্রলিং, দ্রুত টাচ রেসপন্স এবং গেমিং-এর ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা দেবে। তবে, আগের OnePlus 13-এর মতো 2K ডিসপ্লে না দিয়ে এবার কোম্পানি দিয়েছে 1.5K রেজোলিউশনের স্ক্রিন, যা কিছু ব্যবহারকারীর কাছে সামান্য ডাউনগ্রেড মনে হতে পারে।


ক্যামেরা ও ইমেজ প্রসেসিং
OnePlus 15-এ থাকছে তিনটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, অর্থাৎ ট্রিপল ৫০MP সেটআপ। তবে, এইবার Hasselblad-এর পার্টনারশিপ শেষ হওয়ায় ফোনটিতে সেই ব্র্যান্ডের নাম থাকছে না। ক্যামেরার ইমেজ প্রসেসিংয়ের দায়িত্ব নেবে DetailMax Engine, যা উন্নত রঙ প্রক্রিয়াকরণ ও কম আলোতে ভালো ফটোগ্রাফির প্রতিশ্রুতি দিচ্ছে। সেলফির জন্য ফোনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলিং ও ভ্লগিং-এর জন্য উপযুক্ত।


ফোনটিতে থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও সঠিক শনাক্তকরণ নিশ্চিত করবে। এছাড়া ফোনটি পাবে IP66, IP68, IP69 ও IP69K রেটিং—অর্থাৎ এটি জল, ধুলা ও চাপ সহনীয়। টেক বিশ্লেষকদের মতে, OnePlus 15-এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬০ হাজারের আশেপাশে হতে পারে, যা আগের মডেল OnePlus 13-এর তুলনায় কিছুটা সস্তা। নভেম্বর ১৩ তারিখের লঞ্চ ইভেন্টটি শুধু ওয়ানপ্লাস ভক্তদের জন্য নয়, পুরো স্মার্টফোন দুনিয়ার জন্যই এক বড় প্রত্যাশার দিন হতে চলেছে।