আজকাল ওয়েবডেস্ক : আপনার কী এলআইসি শেয়ার কেনা রয়েছে? তাহলে মনের আনন্দে থাকুন। এলআইসি তাদের শেয়ারে ১. ৩০ ট্রিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে। তাদের এমডি তথা সিইও সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন চলতি বছরের মধ্যে এই বিপুল অর্থ তারা বিনিয়োগ করবে। এর ফলে বাজারে নতুন করে চাঙ্গা হয়ে উঠবে এই প্রতিষ্ঠানের শেয়ার।
চলতি বছরে এলআইসি প্রথম কোয়াটারে ১৫ হাজার ৫০০ কোটি টাকা লাভ করেছে। এই লাভ এরপর থেকে আরও বাড়বে। ফলে যারা এলআইসি সঙ্গে যুক্ত রয়েছে তারাও যাতে লাভের অংশ পান সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলআইসির সঙ্গে ২৮২ টি প্রতিষ্ঠান জড়িয়ে আছে। ফলে এই সিদ্ধান্ত তাদের ঘরে লাভের মাত্রা বাড়াবে। তাদের সিইও জানিয়েছে বাজার দর এখন বেশ ভাল। তাই বিনিয়োগ করার এটা সেরা সময়। দেশে একটি স্থায়ী সরকার রয়েছে। ফলে আগামী ৫ বছর দেশ আরও উন্নতি করবে। তাই সমস্ত শেয়ার ক্রেতার জন্য সেরা সময় এটাই।
চলতি বছরে এলআইসি প্রথম কোয়াটারে ১৫ হাজার ৫০০ কোটি টাকা লাভ করেছে। এই লাভ এরপর থেকে আরও বাড়বে। ফলে যারা এলআইসি সঙ্গে যুক্ত রয়েছে তারাও যাতে লাভের অংশ পান সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলআইসির সঙ্গে ২৮২ টি প্রতিষ্ঠান জড়িয়ে আছে। ফলে এই সিদ্ধান্ত তাদের ঘরে লাভের মাত্রা বাড়াবে। তাদের সিইও জানিয়েছে বাজার দর এখন বেশ ভাল। তাই বিনিয়োগ করার এটা সেরা সময়। দেশে একটি স্থায়ী সরকার রয়েছে। ফলে আগামী ৫ বছর দেশ আরও উন্নতি করবে। তাই সমস্ত শেয়ার ক্রেতার জন্য সেরা সময় এটাই।
