আজকাল ওয়েবডেস্ক: ভারতীয়দের জন্য সুখবর। নতুন ফিচার নিয়ে এল জিও। তারা এবার নিয়ে এসেছে জিও ভারত ডিভাইস এবং জিও সাউন্ড প্লে। যারা খুব সামান্য টাকাতে কাজ সারতে চান তাদের কাছে এটি একটি বিরাট সুযোগ। প্রতিটি ইউপিআই পেমেন্টের পর এবার থেকে আসবে অডিও কনফারমেশন।
যারা খুব অল্প পয়সা নিয়ে ব্যবসা করেন তাদের কাছে এটি একটি বিরাট সুযোগ। এরফলে পাড়ার মুদি দোকান থেকে শুরু করে বাজারের সব্জি বিক্রেতা বা রাস্তার ধারে বসা দোকানি সকলেই নিজেদের মতো করে একে ব্যবহার করতে পারবেন। জিও-র পক্ষ থেকে বলা হয়েছে এতদিন ধরে অন্য প্রতিষ্ঠানগুলি এই কাজ করছিল। তবে এবার তারা খুব কম খরচে এই কাজটি করবে। এজন্য দিতে হবে মাসে ১২৫ টাকা। এটি দিতে হবে সাউন্ড বক্সের জন্য। অন্যদিকে যারা জিও ভারত ব্যবহার করবেন তারা বছরে ১৫০০ টাকা দিলেই কাজ হয়ে যাবে।
নভেম্বর মাস থেকে বিএসএনএল বড় ধাক্কা খেয়েছে। তারা প্রচুর গ্রাহক হারিয়েছে। সেই সময় থেকেই নিজের বাজার ধরতে মরিয়া জিও। তারা এগিয়ে গিয়েছে অনেকটাই। হিসাব থেকে বলা যায় অন্য মোবাইল প্রতিষ্ঠান যেমন এয়ারটেল, ভি তারা সকলেই নিজেদের গ্রাহক হারিয়েছে। কয়েকদিন আগেই নতুন নিয়ম চালু করেছে ট্রাই। তারপর থেকেই প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের বাজার ফের নতুন করে তাদের প্ল্যানগুলি আনছে।
রিলায়েন্স বর্তমানে তাদের প্ল্যানগুলিকে অনেক বেশি কার্যকরী করতে মরিয়া। তাই তারা ২০৩ টাকার প্ল্যানের থেকে কম ১৮১ টাকা করার কথা ভাবছে। সেখানে যদি তাদের গ্রাহক বাড়ে তাহলে তারা অনেকটাই এগিয়ে যেতে পারবে। বর্তমানে তারা ফাইভ জি গ্রাহকের সংখ্যা রয়েছে গোটা দেশের ৪০ শতাংশ। একে আগামীদিনে আরও বাড়ানোর টার্গেট নিয়েছে তারা।
ডিজিটাল জগতে আরও এগিয়ে যেতে চায় জিও। তাই তারা জিও কয়েনকে নিয়ে এসেছে। পাশাপাশি এআই ক্লাউড সার্ভিস, ফোর জি ফোন বাজারে এনেছে। দ্রত সকলকে পরিষেবা দেওয়াই এখন জিও-র প্রধান লক্ষ্য।
