আজকাল ওয়েবডেস্ক:  ইন্ডিয়ান ব্যাঙ্ক সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য একটি নতুন ফিক্সড ডিপোজিট  স্কিম চালু করেছে। ৫৫৫ দিনের এফডি। এই বিশেষ স্কিমটির মূল লক্ষ্য হল গ্রাহকদের সঞ্চয়কে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে বাড়ানো, একইসঙ্গে নিয়মিত এফডি-র তুলনায় বেশি মুনাফা দেওয়া।


স্বল্প-মেয়াদি বিনিয়োগে উচ্চ রিটার্ন
৫৫৫ দিনের এফডি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা স্বল্প থেকে মধ্য-মেয়াদে বিনিয়োগ করতে চান, কিন্তু আবার চান সাধারণ সঞ্চয়ী অ্যাকাউন্টের তুলনায় ভালো রিটার্ন। সাধারণ এফডি-র মতোই এখানে অর্থ নির্দিষ্ট সময়ের জন্য লক হয়ে থাকবে, ফলে সঞ্চয়ের নিরাপত্তা ও সুদের নিশ্চয়তা মিলবে। প্রায় দেড় বছরের মধ্যে ভালো মুনাফা পাওয়ার একটি সুযোগ করে দিচ্ছে এই নতুন পরিকল্পনা।


সুদের হারে বিশেষ সুবিধা
এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণ হল সুদের হার। সাধারণ গ্রাহকদের জন্য যেমন আকর্ষণীয় সুদের হার রাখা হয়েছে, তেমনি প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। অর্থাৎ, সিনিয়র সিটিজেনরা তুলনামূলক বেশি সুদ পাবেন। অবসরপ্রাপ্তদের জন্য এটি বিশেষভাবে উপযোগী, কারণ তারা ঝুঁকিমুক্তভাবে স্থির আয়ের সুযোগ পাবেন। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।


অনিশ্চিত সময়ে নিরাপদ বিকল্প
বর্তমান অনিশ্চিত সময়ে মানুষ এমন বিনিয়োগের দিকে ঝুঁকছেন যা নিরাপদ ও নির্ভরযোগ্য। বাজার নির্ভর বিনিয়োগ যেমন শেয়ার বা মিউচুয়াল ফান্ড ঝুঁকিপূর্ণ হতে পারে, সেখানে এফডি সবসময়ই পরীক্ষিত ও সুরক্ষিত উপায় হিসেবে গণ্য হয়। ইন্ডিয়ান ব্যাঙ্কের ৫৫৫ দিনের বিশেষ এফডি বিনিয়োগকারীদের সেই মানসিক শান্তি দিচ্ছে। তাদের অর্থ ধীরে ধীরে এবং ঝুঁকি ছাড়াই বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ড্রোন প্রযুক্তি বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের কায়দা, কে এগিয়ে, কে পিছিয়ে


বিনিয়োগকারীদের জন্য সেরা সমাধান
এই বিশেষ স্কিমে বিনিয়োগকারীরা খুব অল্প সময়ে ভালো রিটার্ন উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রবীণদের জন্য আলাদা সুবিধা থাকায় এটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। যারা তাদের সঞ্চয়কে নিরাপদ রাখতে চান এবং একইসঙ্গে ভালো রিটার্ন খুঁজছেন, তাদের জন্য এই এফডি একটি চমৎকার বিকল্প।


কেন বেছে নেবেন এই ৫৫৫ দিনের এফডি?
স্বল্প মেয়াদে বেশি আয় – মাত্র দেড় বছরের মধ্যে বেশি সুদের সুবিধা।
প্রবীণদের জন্য অতিরিক্ত সুদ – অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য স্থিতিশীল আয়ের সুযোগ।
নিরাপদ বিনিয়োগ – বাজারের ঝুঁকি নেই, মূলধনের নিশ্চয়তা রয়েছে।
নিয়মিত রিটার্ন – নির্দিষ্ট সময়ে সুদের অর্থপ্রাপ্তি।


আজকের দিনে সঠিক বিনিয়োগ বেছে নেওয়া একটি বড় সিদ্ধান্ত। বাজার নির্ভর বিনিয়োগে ঝুঁকি থাকলেও এফডি সবসময় নিরাপত্তা ও নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি দেয়। ইন্ডিয়ান ব্যাঙ্কের নতুন ৫৫৫ দিনের এফডি স্কিম সেই নির্ভরতার সঙ্গেই আরও বেশি সুদের সুযোগ এনে দিয়েছে। যারা স্বল্প সময়ে নিরাপদে সঞ্চয় বাড়াতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সঠিক পদক্ষেপ হতে পারে।