আজকাল ওয়েবডেস্ক: CIBIL রিপোর্ট হল আপনার ধার নেওয়ার আচরণের একটি রেকর্ড যা আপনার CIBIL স্কোরকে প্রভাবিত করে । ব্যাঙ্ক বা ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি ঋণ মঞ্জুর করার আগে অবশ্যই ক্রেডিট স্কোর বা CIBIL স্কোর পরীক্ষা করে থাকে । স্কোর ভালো হলে কম সুদে ঋণ দেওয়া হবে । ঋণ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হয়। তাহলে জেনে নিন, কীভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে CIBIL স্কোর বা ক্রেডিট স্কোর উন্নত করা যায় ।
 
 সময়ে সময়ে সমস্ত বিল পরিশোধ করা উচিত ৷ তবেই CIBIL স্কোর উন্নতি হবে। এজন্য স্বয়ংক্রিয় অর্থ প্রদানের অনুস্মারক সেট করা উচিত যাতে ক্রেডিট কার্ড বিল, ইএমআই এবং মাসিক বিল সময়মতো পরিশোধ করা যায় ।
 
 আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও অর্থাৎ CUR পারতপক্ষে হ্রাস করুন । আপনার ক্রেডিট সীমার অনুকূলে একটি ক্রেডিট কার্ড ব্যালেন্স রাখা প্রয়োজন । ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও (CUR) সবসময় 30 শতাংশের নীচে রাখা উচিত ।
 
 আপনি যদি দ্রুত ঋণ নিতে চান তখন নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন না । এটি করলে আপনার ক্রেডিট স্কোর কমে যেতে পারে ।
 
 সব ধরনের ক্রেডিট অ্যাকাউন্ট এক জায়গায় রাখা ভালো । এর ফলে ঋণ ব্যবস্থাপনা ভালোভাবে করা যায় । ফলস্বরূপ আপনার ক্রেডিট স্কোর উন্নত হতে পারে । নয়তো যখন আপনি মনে করেন যে সময়মতো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তখনই ঋণ নেওয়া ভালো ।
 
 ক্রেডিট স্কোর নিয়মিত দেখে নেওয়া উচিত । অনেক ব্যাঙ্ক এবং ক্রেডিট ব্যুরো বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক অফার করে থাকে ।
 
 যদি ক্রেডিট রিপোর্টে নেগেটিভ আইটেম থাকে তাহলে প্রথমে সেগুলি গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দেওয়া উচিত । দেরিতে অর্থপ্রদানের কারণে যদি এমন একটি নোটিশ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে অর্থপ্রদানের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এবং ঋণ পরিশোধের তারিখ পরিবর্তন করুন ।
 
 পুরনো অ্যাকাউন্ট বন্ধ করা উচিত নয় কারণ পুরনো অ্যাকাউন্ট বন্ধ করলে আপনার ক্রেডিট স্কোর কমে যেতে পারে । সেজন্য ভালো ক্রেডিট হিসটোরির জন্য এগুলি রাখাই ভালো ।

 
 আপনার ক্রেডিট স্কোর নিয়ে সমস্যা হলে ক্রেডিট কাউন্সেলিং এজেন্সি বা প্রত্যয়িত আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন । তারা আপনাকে ক্রেডিট স্কোর উন্নতির জন্য পরামর্শ দেবেন ।
আরও পড়ুন: এবার ‘ফেলু’-র কেরামতি, ব্যবহার করলেই কেল্লাফতে
 
 নিজের ক্রেডিট স্কোর যদি ভাল রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনি অতি দ্রুত লোন নিতে পারবেন। তবে এখানে আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার করা লোন আপনাকে সময়ে শোধ দিতে হবে। যদি এই কাজটি আপনি নিয়মিতভাবে করে থাকেন তাহলে সেখান থেকে আপনি নিজের ক্রেডিট স্কোরকে উন্নত করতে পারবেন। 
 
 যদি নিজের লোন সময়ে পরিশোধ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি পরের লোনের জন্য আবেদন করতে পারবেন। তবে সেখানে যদি আপনি সময়ে লোন শোধ দিতে না পারেন তাহলে সেখান থেকে আপনি নিজের ক্রেডিট স্কোর উন্নত করতে পারবেন না। ফলে আপনার লোনের দিকটি অনেকটা পিছিয়ে যাবে।
