আজকাল ওয়েবডেস্ক: প্রতি সময় আপনার আয় কমবেশি হতেই পারে। তবে সেখান থেকে যেন আপনার সেভিংস করার অভ্যাস নষ্ট না হয়ে যায়। যদি সঠিকভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে প্রতি ১০ বছর অন্তরই আপনি নিজের টাকার পরিমান বাড়াতে পারেন।


যখন আপনার বয়স ২০ হবে তখন থেকেই নিজের সেভিংসের দিকে নজর রাখুন। সেই সময় থেকে আপনি ৫০০ টাকা মাসিক এসআইপিতে বিনিয়োগ করা শুরু করুন। যদি ২০ বছর থেকে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে সেখান থেকে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই টাকার অঙ্কও বাড়তে থাকবে।


যখন আপনার বয়স ৩০ বছর হবে তখন আপনি পিপিএফ এবং মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে শুরু করুন। যদি এই সময় থেকে আপনি এখানে বিনিয়োগ করেন তাহলে একটি নির্দিষ্ট সময় পরেই আপনি নিজের টাকা এমন অঙ্কে দেখতে পারবেন যে সেখান থেকে আপনার ভবিষ্যৎ হবে নিশ্চিত।


যখন আপনার বয়স ৪০ বছর হবে তখন আপনার প্রধান কাজ হবে নিজের সন্তানের শিক্ষার জন্য খেয়াল রাখা। সেখানে থেকে আপনি নিজের অবসর নিয়েও টাকা বিনিয়োগ করতে পারবেন। এছাড়া ভবিষ্যতের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার সেরা সময় এটাই। তবে সমস্ত কিছুই আপনাকে নিজের আয়ের টাকা দিয়েই চালাতে হবে।


যখন আপনার বয়স ৫০ হবে তখন আপনি নিজের অবসরের দিকে এগিয়ে যেতে থাকবেন। সেখান থেকেই আপনি নিজের পরবর্তী ১০ বছরের পরিকল্পনা করতে পারবেন। এতদিন ধরে আপনি যেখানে বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি নিজের টাকার হিসেব রাখতে শুরু করবেন।


যখন আপনার বয়স ৬০ বছর হবে তখন আপনার হাতে থাকবে অনেক টাকা। সেখান থেকে মাসে আপনার হাতে টাকা আসতে শুরু করবে। ফলে অবসর জীবনকে আপনি তখন থেকেই ভাল করে উপভোগ করতে শুরু করবেন।


তবে যেখানেই বিনিয়োগ করবেন সেখান থেকে নিজের বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।