আজকাল ওয়েবডস্ক: বেশ কয়েকটি ক্ষেত্রে সুদের হার কমিয়ে দিল এইচডিএফসি ব্যাঙ্ক। তারা ফিক্সড ডিপোজিটের বেশ কয়েকটি ক্ষেত্রে সুদের হার কমাল। 


এই ব্যাঙ্কটি ফিক্সড ডিপোজিটে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিল। ফলে সেখান থেকে কমে গেল সুদের হার। ১৯ এপ্রিল থেকেই এই নতুন সুদের হার কার্যকরী হবে। ৩ কোটি টাকা পর্যন্ত নতুন এই সুদের হার থাকবে।


বেসিস পয়েন্ট নিয়ে আরবিআই নতুন রেপো রেট ঘোষণা করার পরই এই সিদ্ধান্ত নিল এইচডিএফসি ব্যাঙ্ক। এবার থেকে রেগুলার গ্রাহকরা ৩ শতাংশ থেকে শুরু করে ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.৫৫ শতাংশ হারে সুদ পাবেন।


১৫ মাস থেকে শুরু করে ১৮ মাস পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার থাকবে ৭.০৫ শতাংশ। ১৮ মাস থেকে শুরু করে ২১ মাস পর্যন্ত থাকবে ৭.০৫ শতাংশ। ২১ মাস থেকে ২ বছর পর্যন্ত সুদের হার থাকবে ৬.৭০ শতাংশ। ২ বছর ১ দিন থেকে শুরু করে ৩ বছর পর্যন্ত সুদের হার থাকবে ৬.৯০ শতাংশ। ৩ বছর ১ দিন থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সুদ থাকবে ৬.৭৫ শতাংশ। ৫ বছর ১ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত সুদের হার থাকবে ৬.৫০ শতাংশ।


এক বছরের জন্য যারা ফিক্সড ডিপোজিট করবেন সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ। যদি সিনিয়র সিটিজেনরা ১৫ থেকে ১৮ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে তারা ৭.৫৫ শতাংশ হারে সুদ পেতে পারবেন।


তবে যেখানেই বিনিয়োগ করবেন সেখানে আগে ভাল করে যাচাই করে নেবেন। যদি আপনি কোনও লোকসানের সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধি মেনে কাজ করবেন। আগে সমস্ত তথ্য ব্যাঙ্কে গিয়ে যাচাই করবেন তারপর সেখানে বিনিয়োগ করার কথা ভাববেন।