আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি কমতে চলেছে। ১৮ শতাংশ থেকে জিএসটি শুল্ক কমে হতে পারে মাত্র ৫ শতাংশ। সরকারি সূত্রে খবর, স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি বাতিলও করা হতে পারে। সরকারি এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রবীণ-প্রবীণা ও সদ্য সংসার পাততে চলা যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর হতে পারে। এছাড়া, জিএসটি হ্রাসের ফলে বিমার প্রতি মানুষের ঝোঁক আরও বাড়বে এবং আরও বেশি সংখ্যায় মানুষ বিমা ক্ষেত্রে প্রবেশ করবেন বলে আশা। আখেরে রাজস্ব আদায় আরও মসৃণ হবে বলে অনুমান। যদিও এর ফলে সরকারের বার্ষিক প্রায় ১৭,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে।
এতদিন স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি ছিল ১৮ শতাংশ। এতে প্রিমিয়ামের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে সমস্যা পড়তে হয় বয়স্ক-বয়স্কা ও যুবক-যুবতীদের। সরকারের কাছে জিএসটি ছাড়ের দাবি জানায় বহু সংগঠন। কিন্তু, অর্থমন্ত্রক এবং জিএসটি কমিটি তা কর্ণপাত করেনি।
একটি পরিসংখ্যান মোতাবেক, প্রবীণ নাগরিকরা যাঁরা স্বাস্থ্যবিমার জন্য ৫০,০০০ টাকা জমা দেন, তাঁদের ১৮ শতাংশ জিএসটি ধরে অতিরিক্ত ৯,০০০ টাকা দিতে হয়। ফলে সেটা পাঁচ শতাংশ হলে স্বভাবতই তাঁরা উপকৃত হবেন। দেশের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আইআরডিএআই) এই পদক্ষেপকে সমর্থন করে।
আরও পড়ুন- ঘরে বসে প্রতি মাসে ৭৫০০ টাকার বেশি আয়! জানুন এই প্রকল্প সমন্ধে
স্বাস্থ্য ও মেয়াদি বিমার উপর জিএসটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হলে, বিমা কোম্পানিগুলি ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) দাবি করার ক্ষমতা হারাতে পারে, ফলে তাদের পরিচালন ব্যয় বেড়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লার ভাষণে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। দেশের নাগরিকদের তিনি একে দেওয়ালি উপহার বলে ব্যাখ্যা করেন। অর্থনীতিবিদ এবং ব্রোকারেজরা জানিয়েছেন, মোদির পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা- মুদ্রাস্ফীতি কমাতে পারে, অদূর ভবিষ্যতে আর্থিক চাপ কমাতে পারে এবং অক্টোবরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) রেপো রেট কমানোর সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
প্রধানমন্ত্রীর ভাষণের পর জারি করা এক বিবৃতিতে, অর্থমন্ত্রক জানিয়েছে যে- কেন্দ্রীয় সরকার জিএসটি হার যৌক্তিকীকরণ এবং সংস্কার - বিশেষ করে কাঠামোগত সংস্কার, হার যৌক্তিকীকরণ এবং জীবনযাত্রার সহজতার সঙ্গে যুক্ত - সম্পর্কিত প্রস্তাব জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রীগোষ্ঠীর (জিওএম) কাছে পাঠিয়েছে, সেই কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।
আরও পড়ুন- সাধারণের বোঝা বাড়ল! গৃহ ঋণে সুদের হার বাড়াল এসবিআই, কত করে?
