আজকাল ওয়েবডেস্ক: জিএসটি কমলেও পাঁচ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান বা ২০ টাকার মাজনের মতো জনপ্রিয় সস্তা পণ্যের দাম কমানো অসম্ভব।  
শুল্ক অফিসারদের এমনই জানিয়েছে গ্রাহক পণ্য কোম্পানিগুলি। প্রতিবেদনে এমনটাই তুলে ধরেছে moneycontrol.com।

এর কারণ কী? গ্রাহক পণ্য কোম্পানিগুলির মতে, ভারতীয় ক্রেতারা এই নির্দিষ্ট মূল্যের সঙ্গে অভ্যস্ত, ১৮ বা ৯ টাকার মতো বিজোড় সংখ্যায় দাম কমানো গ্রাহকদের বিভ্রান্ত করবে এবং লেনদেনকে অসুবিধাজনক করে তুলবে। পরিবর্তে, কোম্পানিগুলি কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি)-কে জানিয়েছে যে- তারা একই দাম রাখবে তবে প্যাকের ভিতরে পরিমাণ বাড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ, ২০ টাকার বিস্কুটের প্যাকে এখন একই দামে আরও বেশি কয়েক গ্রাম বিস্কুট থাকতে পারে।

প্রতিবেদনে উদ্ধৃত শীর্ষস্থানীয় এফএমসিজি (Fast-Moving Consumer Goods) কোম্পানিগুলির কর্তারা ব্যাখ্যা করেছেন যে- "একই দামে অতিরিক্ত পরিমাণ" পদ্ধতি গ্রাহকদের ক্রয় আচরণ ব্যাহত না করেই জিএসটি সুবিধা প্রদান করবে।

বিকাজি ফুডসের সিএফও ঋষভ জৈন নিশ্চিত করেছেন যে, কোম্পানিটি তাদের ছোট "ইমপালস প্যাক"-এর ওজন বাড়াবে যাতে ক্রেতাদের কাছে আরএও লাভজনক হয়। একইভাবে, ডাবরের সিইও মোহিত মালহোত্রা moneycontrol.com-কে বলেছেন যে, একই দামে বেশি পণ্য মেলায় জিনিসের চাহিদা বাড়বে। 

তবে অর্থ মন্ত্রকের কর্মকর্তারা কড়া নজর রাখছেন। কোম্পানিগুলি নিজেরাই সঞ্চয় পকেটস্থ না করে এবং গ্রাহকরা যাতে সত্যিকার অর্থে উপকৃত হন তা নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করার কথা বিবেচনা করছে অর্থ মন্ত্রক। 

জিএসটি কাউন্সিল সম্প্রতি কর ব্যবস্থার একটি বড় পরিবর্তন ঘোষণা করেছে, যার ফলে বেশিরভাগ নিত্যব্যবহার্য পণ্যের উপর কর পাঁচ শতাংশে কমানো হয়েছে। এর আগে, বিস্কুট এবং একইরকম পণ্যের উপর ১৮ শতাংশ কর আরোপ করা হয়েছিল।

শিল্প বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সামগ্রিক মূল্য হ্রাস সামান্য হলেও, স্টিকার দামে তীব্র পরিবর্তনের পরিবর্তে গ্রাহকরা একই পাঁচ টাকা বা ১০ টাকা মূল্যে বড় প্যাক দেখতে পাবেন। সহজ কথায়, ক্রেতারা তাদের পছন্দের ছোট প্যাকের জন্য একই পরিমাণ অর্থ প্রদান করবেন, তবে তারা হয়তো দেখতে পাবেন যে ভিতরে থাকা বিস্কুট, সাবান বা মাজনের প্যাকেট এখন কিছুটা বড় আকারে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন-  বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহী? এই সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলিতে সস্তায় মিলবে গৃহঋণ, জানুন সুদের হার