আজকাল ওয়েবডেস্ক: জুন মাসে আরবিআইয়ের ছুটির লিস্টে ১২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। সেখানে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি। পাশাপাশি রয়েছে ইদ, রথযাত্রা এবং কবীর জয়ন্তী।
শুক্রবার অর্থাৎ ৬ জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচি, থিরুবনান্তপুরমে। সেখানে এই দুদিন ইদের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শনিবারও ইদ উপলক্ষ্যে দেশের বেশ কয়েকটি অংশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই তালিকায় নেই আহমেদাবাদ, গ্যাংটক, ইটানগর, কোচি এবং থিরুবনান্তপুরম। এটি মাসের প্রথম শনিবার। ফলে সেদিক থেকে দেখতে হলে ব্যাঙ্ক বন্ধ থাকার প্রশ্ন থাকে না।
আরবিআই-এর ছুটির তালিকা থেকে দেখা যায় চলতি মাসে ১২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। সেখানে দুটি শনিবার রয়েছে। ইদের জন্য দেশের কোথাও শুক্রবার আবার কোথাও শনিবার ছুটি থাকছে। তবে মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই লেনদেন এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ফলে সেখান থেকে গ্রাহকরা নিজেদের মতো করে কাজ করতে পারবেন।
অনলাইন থেকে এনইএফটি, আরটিজিএস করা যাতে। সেখান থেকে ডিমান্ড ড্রাফট এবং চেকের অনুরোধেও কাজ করা যাবে। এছাড়া সমস্ত ক্রেডিট এবং ডেবিট কার্ডের কাজ চালু থাকবে। ফলে যদি ছুটি থাকেও তাহলেও সেখান থেকে গ্রাহকদের খুব একটা অসুবিধা হবে না।
আরবিআই-এর কিছু নিয়ম থাকে। সেগুলি মেনেই তারা ব্যাঙ্কের ছুটির তালিকা তৈরি করে থাকে। সেদিক থেকে দেখতে হলে কোনও অতিরিক্ত ছুটি থাকে না। এমনিতেই প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে। তবে এবার ইদের কারণে শুক্রবার অথবা শনিবার যেকোনও একদিন ছুটি থাকবে। নিজের ব্যাঙ্কের কাছ থেকে সমস্ত তথ্য নিয়েই জানতে পারবেন কোন দিন আপনার ব্যাঙ্ক খোলা থাকবে। সেইমতো আপনি নিজের কাজগুলি সেরে রাখতে পারবেন।
