আজকাল ওয়েবডেস্ক: আগামী সোমবার ২২ সেপ্টেম্বর থেকে নতুন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হার ভারত জুড়ে কার্যকর হবে। ফলে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। যা গ্রাহকদের জন্য সুসংবাদ। কিন্তু, ওই দিন থেকে প্যাকেজজাত পণ্য কেনার সময় ক্রেতাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
ভোক্তা বিভাগ পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে ক্রেতাদের সুবিধার্থে নয়া দাম প্যাকেটের গায়ে লেখার জন্য আগেই নির্দেশ দিয়েছিল। তাহলেও একটি প্যাকেটে দুই ধরণের দামের ট্যাগ দেখা গেলে ক্রেতা বিভ্রান্ত হতে পারেন বলে আশঙ্কা।
নতুন নিয়ম অনুসারে, নির্মাতারা, প্যাকার এবং আমদানিকারকরা ২২ সেপ্টেম্বরের আগে তৈরি পণ্যগুলিতে নতুন মূল্য ট্যাগ লাগাবেন, যদিও পুরানো দাম এখনও দৃশ্যমান থাকবে। ফলে কিছু পণ্যে দামের দু'টি ট্য়াগ দেখাতে পারে। যেমন- মূল মূল্য এবং সংশোধিত জিএসটি মূল্য।
উদাহরণস্বরূপ, একটি প্যাকেট বিস্কুটের মূল মূল্য ৫০ টাকা ছিল। নতুন জিএসটি কার্যকরের ফলে সেই বিস্কুটের প্যাকেটের দাম কমে হয়েছে ৪৮ টাকা। তবে অপরিচিত একজন দোকানদার ২২ সেপ্টেম্বরের পরও ৫০ টাকা দাম নিয়ে নিতে পারেন। যার অর্থ আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে হতে পারে।
পূর্বে, কোম্পানিগুলিকে দু'টি সংবাদপত্রে সংশোধিত দামের বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল। পরে সেই পদক্ষেপটি তুলে নেওয়া হয়। পরিবর্তে, তাদের কেবল ডিলার এবং খুচরা বিক্রেতাদের কাছে আপডেট করা মূল্য তালিকা বিতরণ করতে হবে, যার অনুলিপি আইনি পরিমাপ কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করা হবে।
পুরানো প্যাকেজিং ৩১শে মার্চ, ২০২৬ পর্যন্ত অথবা স্টক শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। স্টিকার, স্ট্যাম্প, এমনকি ডিজিটাল প্রিন্টিং ব্যবহার করে পুরানো প্যাকেজিংয়ের দাম সংশোধন করা যেতে পারে।
গ্রান্ট থর্নটন ভারতের অংশীদার মনোজ মিশ্র বলেন, "সরকারের স্পষ্টীকরণ ব্যবসার জন্য সম্মতির বোঝা কমিয়ে দেয় এবং গ্রাহকদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করে। তবে ক্রেতাদের জিএসটি হ্রাস থেকে উপকৃত হওয়ার জন্য দামের ট্যাগ দু'বার পরীক্ষা করতে হবে।"
আরও পড়ুন- পিএফ পোর্টালে চালু হল 'পাসবুক লাইট', দু'বার লগ ইন না করেই মিলবে কোন কোন বাড়তি সুবিধা?
