আজকাল ওয়েবডেস্ক: সকলেই চায় তার নিজের একটা বাড়ি হোক। সেই বাড়ি তৈরি করতে বা কিনতে হলে অনেক সময় হাতে বেশি টাকা থাকে না। যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন না তাদের কাছে এর থেকে কঠিন বিষয় আর কিছুই হতে পারে না। তবে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করা বে কেনা হতে পারে জলের মতো সোজা।
যদি আপনি অল্প দামে নিজের বাড়ি কিনতে চান তাহলে সেখানে ভারতের যে শহরে আপনাকে যেতে হবে তার নাম আহমেদাবাদ। একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারতের বাজারে এই একটি শহরেই আপনি নিজের ইচ্ছামতো কম দামে বাড়ি কিনতে পারবেন।
যে সমীক্ষা করা হয়েছে সেখান থেকে দেখা গিয়েছে আহমেদাবাদের বাসিন্দারা যে হারে বেতন পান সেখান থেকে তারা অতি সহজেই নতুন বাড়ি কিনতে পারেন। এখানকার ৪০ শতাংশ মানুষই নিজের বাড়িতে থাকেন। তাদের দৈনন্দিন খরচ আরামে চালিয়ে তারা নিজের বাড়ি কিনে নিতে পারেন।
আহমেদাবাদের পরেই এই তালিকায় নাম রয়েছে পুনের। সেখানে ২২ শতাংশ মানুষ অতি সহজেই নিজের বাড়ি কিনতে পারেন। তারপরই রয়েছে কলকাতার স্থান। এখানে ২৩ শতাংশ মানুষ অতি সহজেই নিজের বাড়ি কিনতে পারেন।
এই রিপোর্ট থেকে উঠে এসেছে সম্প্রতি আরবিআই রেপো রেটে পরিবর্তন করেছে। সেখান থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি নিজের হিসেব মতো তাদের সুদের হারে পরিবর্তন করেছে। ফলে বাড়ি কেনার ক্ষেত্রে এরপরই বিরাট প্রভাব পড়েছে।
অন্যদিকে সম্পত্তি কেনার ক্ষেত্রে সবথেকে বেশি দাম দিতে হবে মুম্বইবাসীকে। সেখানে আপনি বাড়ি কিনে নিন বা ফ্ল্যাট। সবেতেই আপনাকে বিরাট টাকা খসাতে হবে। তবে সাধারণ মানুষ যদি কম দামে বাড়ি কিনতে না পারেন তাহলে দেশের ব্যাঙ্কগুলিতে আর্থিক লেনদেন সঠিকভাবে করতে পারে না। সেদিক থেকে দেখতে হলে যদি কম দামে বাড়ি কেনার তালিকা তৈরি হয়ে থাকে তাহলে সেখানে আহমেদাবাদকেই সবার ওপরে রাখতে হবে।
