আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে সকলে নিজের টাকা রেখে শান্তি পান। এখানে যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায় তাহলে ভাল রিটার্ন আসতে পারে। বিভিন্ন ব্যাঙ্ক ৪৪৪ দিনের নানা ধরণের সুদের হার দিয়ে থাকে। এখানে অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে সেখান থেকে ভাল রিটার্ন আসবেই।
দেশের প্রধান সারির বেশ কয়েকটি ব্যাঙ্ক রয়েছে। তারা ৪৪৪ দিনের জন্য যে সুদের হার ঘোষণা করেছে সেটা যদি জানা থাকে তাহলে সেখানে বিনিয়োগ করতেই পারেন। এবার দেখে নিন কোন ব্যাঙ্ক কত টাকা সুদ দেবে।
এসবিআই অমৃত কলস স্কিম রয়েছে। এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন পাবেন। যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৪৪৪ দিন পর হাতে পাবেন ২ লক্ষ ১৮ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে ৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ৪ লক্ষ ৩৬ হাজার ৫৩৪ টাকা। যদি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ৬ লক্ষ ৫৪ হাজার ৮০১ টাকা।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন। এখানে যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনা হাতে পাবেন ২ লক্ষ ১৮ হাজার ৩৯৭ টাকা। যদি ৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ৪ লক্ষ ৩৬ হাজার ৭৯৫ টাকা। যদি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ৬ লক্ষ ৫৫ হাজার ১৯২ টাকা।
ফেডারাল ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ২ লক্ষ ১৮ হাজার ৯১৯ টাকা। যদি ৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩৯ টাকা। যদি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ৬ লক্ষ ৫৬ হাজার ৭৫৯ টাকা।
তবে একটা কথা মনে রাখবেন। বিনিয়োগ করার আগে নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডট ইন নেবে না।
