আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তির জেরে হাঁসোয়া দিয়ে স্বামীর গলা কেটে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। খুন করা পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণও করেছেন ওই মহিলা। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চুনা কোড়া। বয়স ৫০ বছর। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা রাজবাঁধের ক্যানেরপাড় এলাকায়। অভিযুক্ত স্ত্রীয়ের নাম আম্বু কোড়া। খুন করার পর এলাকাবাসীরা তাঁকে আটকে রেখেছিলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাঁকসা থানার পুলিশের কাছে খুনের অভিযোগ স্বীকার করেন আম্বু। 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন জয়সওয়াল বলেন, ''বাড়িতে স্বামি-স্ত্রী একাই থাকতেন। দু'জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। শুক্রবার রাতে চুনা কোড়া যখন ঘুমিয়ে ছিলেন, তখন স্ত্রী কাস্তে দিয়ে তাঁর গলা কেটে দেন। এলাকাবাসীরা ঘটনার কথা জানতে পেরে মহিলাকে আটকে রাখেন। স্বামীকে খুনের কথা পুলিশের কাছেও স্বীকার করে নেন আম্বু। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।''