আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়ক আটকে বিজেপির কর্মসূচিতে বিপত্তি। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই প্রাণ হারালেন এক গর্ভবতী মহিলা। মৃতের নাম, দুর্গা শীল। ২৩ বছরের তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, শনিবার আরজি অর কাণ্ডের প্রতিবাদে, বিচারের দাবিতে জাতীয় সড়ক আটকে রেখেছিলেন বিজেপির কর্মী, সমর্থকরা। আজ বেলায় ১২ নম্বর জাতীয় সড়কে চলছিল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। সেই কর্মসূচিতেই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বহু গাড়ির পিছনে আটকে পড়ে ওই অ্যাম্বুল্যান্সটি।
পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে ফুলিয়ার বাসিন্দা হীরা শীলের সঙ্গে বিয়ে হয় দুর্গার। এদিন আচমকা বাড়িতেই পা পিছলে পড়ে যান। দুর্গার শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি করে অ্যাম্বুল্যান্সে করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যান আত্মীয়রা। আরও অবনতি হলে রানাঘাট সদর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
হাসপাতালে যাওয়ার পথেই ১২ নম্বর জাতীয় সড়কে যানজটে আটকে যায় অ্যাম্বুল্যান্সটি। অনুরোধ সত্বেও গাড়িটি এগোনো যায়নি। পরিবারের দাবি, বিজেপির কর্মসূচির কারণেই যানজটের সৃষ্টি হয়। তাতে আটকেই হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের মধ্যে তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
