আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণে প্যাকেজে চলে গেল মন্দারমনি। কোথাও দু’রাত ১৫ তো কোথাও দু’রাত ২০ থেকে ২৫ হাজার। প্যাকেজের অন্তর্গত রুম থেকে খাওয়া ও বিশেষ খাওয়া দাওয়া।
পড়ে গিয়েছে ডিসেম্বর। পার্টি মুড। বর্ষবরণে এবারও ব্যতিক্রম নয় সমুদ্র সৈকত। দিঘায় আবার ৩০ ও ৩১ ডিসেম্বর ‘দিঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসব’ আয়োজন করা হবে। ওল্ড দিঘা, নিউ দিঘা এবং শঙ্করপুর সৈকতে হবে উদযাপন। দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং দিঘা উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) যৌথ উদ্যোগে। সমুদ্রে ঘুরবে প্রমোদতরী। বর্ষবরণের রাতে সেখান থেকেই চলবে বাজির প্রদর্শনী।
জানা গিয়েছে ২৫ ডিসেম্বর থেকেই সেজে উঠবে দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর। এর পাশাপাশি ডিএসডিএ–এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, ওল্ড দিঘা ও নিউ দিঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলোয় সাজবে।
৩০ ডিসেম্বর ওল্ড দিঘায় ‘দিঘালী’র সামনে সৈকতে এই উৎসবের সূচনা হবে। দু’দিনের এই উৎসবে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন। তবে এবারের মূল আকর্ষণ সমুদ্রের বুকে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য এবারই প্রথম দু’টি সুসজ্জিত ‘ক্রুজ’ সমুদ্রে ঘুরে বেড়াবে। তা থেকে আকাশে ছাড়া হবে বাজি। ৩১ ডিসেম্বরের রাত ১১.৫৫ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলবে বাজি প্রদর্শনী।
এদিকে, প্রস্তুত মন্দারমনিও। গতবারের মতো এবারও তারা চলে গিয়েছে প্যাকেজ সিস্টেমে। ন্যূনতম দু’দিনের জন্য নিতে হবে হোটেল ভাড়া। ১৫ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে ঘুরবে প্যাকেজ। তাতে রুম ভাড়া তো বটেই। খাবার থেকে শুরু করে সুস্বাদু ওয়াইন তো আছেই। সঙ্গে সঙ্গীতানুষ্ঠান। মন্দারমনির হোটেল মালিকদের অন্যতম গোবিন্দ নস্কর, প্রশান্ত পাহাড়ি, সাহেব পাত্ররা জানাচ্ছেন, ‘আমরা প্রস্তুত। আপনার আসছেন তো?’ এই ব্যবস্থা ২৫ থেকে ৩১ ডিসেম্বর অবধি চলবে।
