আজকাল ওয়েবডেস্ক: অনেকেই ৩১ জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এক জুলাই মাস শেষ হয় না, দুই, দীর্ঘ জুলাইয়ের সঙ্গে শেষ হচ্ছে না দীর্ঘ বর্ষাও। জুলাই যদিও শেষ হয়েছে গিয়েছে বৃহস্পতিবার। কিন্তু বর্ষা? হাওয়া অফিস বলছে পুরনো মাসের দুর্যোগ ভোগাবে নতুন মাসেও। অর্থাৎ যে বর্ষণ শুরু হয়েছে জুলাইয়ে, আগস্টেও তার রেশ। 

শুক্রবার সকালে অর্থাৎ আগস্টের শুরুর দিনেই হাওয়া অফিস আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আগামী কয়েকঘণ্টায় মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনার নানা অংশে। দমকা বাতাসের গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায়। কেবল শুক্রবার, অর্থাৎ ১ আগস্টই নয়, হাওয়া অফিস ৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণাবর্ত বর্তমানে বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত রয়েছে। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠের ওপর মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিদ্ধি, রাঁচি, ডায়মন্ড হারবার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগস্টের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঘন ঘন ব্যাঙ্ক ব্যালেন্স দেখা অভ্যাস! কথায় কথায় ইউপিআই পেমেন্ট? আজ থেকেই নয়া নিয়মগুলি না মানলে কিন্তু বড় লোকসান, জানুন এখনই

খাস কলকাতার বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস কিম্বা তার আশেপাশে। বৃহস্পতিবার   কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ মেঘলা থাক্লেও, শুক্রবার সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। 

অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে শুক্রবার হলুদ সতর্কতা জারি। শনি ও রবিবার এবং সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তরের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ আগস্ট থেকে ৫ আগস্ট, উত্তরের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ওই তিনদিন দুর্যোগের পূর্বাভাস দিয়ে উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫ থেকে ৮ আগস্ট, উত্তরের জেলায় জেলায় ফের হলুস সতর্কতা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 

জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাতা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী। এর মধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।