আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বেলেঘাটা, সল্টলেক, নিউটাউন, ক্যানিংয়ের পর এবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় খোঁজ মিলল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর এক বিলাসবহুল আস্তানার। বহরমপুরের গোরাবাজার বাবুপাড়া এলাকায় সন্দীপ ঘোষের নতুন আবাসনের খোঁজ মিলেছে। কর্মসূত্রে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে বেশ কিছুদিন কর্মরত ছিলেন সন্দীপ। সূত্রের খবর, সম্ভবত সেই সময়ই গোরাবাজার এলাকায় সবিতা রেসিডেন্সিতে ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কেনেন তিনি।

 

 

জানা গিয়েছে, ওই আবাসনে সন্দীপ ঘোষের একটি গাড়ি রাখার গ্যারাজ রয়েছে। বর্তমানে গ্যারেজটি অন্য একজনকে ভাড়া দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে, আবাসনের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক আবাসিকের বক্তব্য, সন্দীপ ঘোষের ফ্ল্যাটটি প্রায় চার বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে। সেখানে ধুলো ময়লা এবং ঝুলের আস্তরণ জমেছে। যদিও দরজায় তালা লাগানো থাকায় ভেতরের জিনিসপত্র কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি।

 

 

আবাসনের কেয়ারটেকার জগন্নাথ দাসের বক্তব্য, গত চার বছর ধরে আমি এই আবাসনে কাজ করছি। কখনোই ডাক্তার ঘোষকে এখানে আসতে দেখিনি। ওঁর ফ্ল্যাটটি সব সময়ই তালা বন্ধ অবস্থায় থাকে। ডাক্তারবাবুর গাড়ি রাখার পার্কিং স্পেসটি ইসলামপুরের একজনকে ভাড়া দেওয়া রয়েছে। সেখানে এখন একটি বাইক রয়েছে। সন্দীপ ঘোষ কবে কার কাছ থেকে ফ্ল্যাটটি কিনেছিলেন সেই বিষয়ে আবাসিকরা কেউই মুখ খুলতে রাজি হননি। আবাসিকদের একাংশের বক্তব্য, বহরমপুরের স্বর্ণময়ী এলাকাতেও একটি ফ্ল্যাট রয়েছে সন্দীপ ঘোষের।