আজকাল ওয়েবডেস্ক: বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার। মাথায় গুলির আঘাত। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সামিউল ইসলাম। স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কালিয়াচকের শেরশাহীতে ব্যবসার কাজে বেরিয়ে যান ওই পড়ুয়ার বাবা। মেয়েকে নিয়ে স্কুলে যান মা। বাড়িতে একাই ছিল ওই ছাত্র। হঠাৎ বাড়ির ছাদ থেকে প্রতিবেশীরা বিকট আওয়াজ শুনতে পান।

 

 

প্রতিবেশীদের ফোন পেয়ে তড়িঘড় বাড়ি ফিরে এসে ছাদে গিয়ে দেখতে পান ছেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ছাদে। তার পাশে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত ঘটনার কূলকিনারা কিছু করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে গুলিতে মৃত্যু হলেও ওই ছেলেটি আত্মহত্যা করেছে নাকি গুলি চালিয়ে খুন করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার ঘটনা ঘটলে ওই অষ্টম শ্রেণীর পড়ুয়ার কাছে বন্দুক কীভাবে এল তাও খতিয়ে দেখছে পুলিশ।