রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ মার্চ ২০২৪ ১৭ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশামতোই উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। সেখানকার রাস্তায় লাগাতার মহিলাদের প্রতিবাদ কর্মসূচি ও ঘটনাপ্রবাহ নিয়ে শুক্রবার আরামবাগের মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে অভিযোগ করলেন দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোটের নেতারা সন্দেশখালি নিয়ে গান্ধীজির বলা বাঁদরের মতো কান,চোখ ,মুখ বন্ধ রেখেছেন। তাঁর অভিযোগ, দুর্নীতি ও তোষণকে প্রশ্রয় দেওয়াই ইন্ডিয়া জোটের লক্ষ্য। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরের প্রথমদিন আরামবাগের মঞ্চ থেকে রাজ্যে কেন্দ্রের তরফে নেওয়া ৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার পর চলে যান রাজনৈতিক সভামঞ্চে। সেখান থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে জোরালো আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল মুখেই শুধু মা-মাটি-মানুষের কথা বলে। অভিযোগ করে তিনি বলেন, "তৃণমূল সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যেটা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত।" এবিষয়ে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "রাজা রামমোহন রায়ের আত্মা আজ দু:খে কাঁদছে।" নরেন্দ্র মোদির অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে তৃণমূল।
প্রায় দু"মাস ফেরার থাকার পর বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, "কেউ তো অভিযুক্তকে আড়াল করছিল এতদিন। কিছু লোকের ভোট সন্দেশখালির মহিলাদের থেকেও গুরুত্বপূর্ণ!" তাঁর কথায়, চোটের জবাব দিতে হবে ভোটে। এপ্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের গর্ব যে ওদের একটা নির্দিষ্ট ভোটব্যাঙ্ক আছে। এবার মুসলিম মহিলারা এই ভোটব্যাঙ্ক ভাঙতে এগিয়ে আসবেন। সন্দেশখালি প্রসঙ্গে এদিন তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যে বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "বাম ও কংগ্রেসের এই সরকারের থেকে জবাব চাওয়ার সাহস নেই।" রাজ্যে শাহজাহানের গ্রেপ্তারির পেছনে তাঁর দলকেই কৃতিত্ব দিয়ে নরেন্দ্র মোদি বলেন, বিজেপি ও রাজ্যের মানুষের জন্যই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি নিয়েও সরব হয়েছেন নরেন্দ্র মোদি। স্কুল ও পুরসভার নিয়োগ দুর্নীতির কথা তুলে তিনি বলেন, "তৃণমূল ভ্রষ্টাচারের কোনও রাস্তাই ছাড়েনি। তৃণমূলের মন্ত্রীর ঘর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায়। এত টাকা সিনেমাতেও দেখা যায় না। এই লুটেরাদের জবাব দিতে হবে।" সেইসঙ্গে অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের জন্য কেন্দ্র টাকা দিলেও রাজ্য ব্যবহার করছে না। কার্যত সফরের প্রথমদিনের বক্তব্য থেকে পরিষ্কার, লোকসভা নির্বাচনে এবার বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে সন্দেশখালি।
নানান খবর

নানান খবর

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি