শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: শুট শুরু ‘দেবী চৌধুরাণী’র, কোথায়, কাদের নিয়ে শুটিং করছেন শুভ্রজিৎ? জানালেন আজকাল ডট ইনে

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৪ ০৯ : ০৩


নিন্দুকেরা বলেছিল, শুভ্রজিৎ মিত্রর আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুট কোনও দিন হবে না। সবটাই প্রচারের আলো কাড়তে পরিচালক করছেন। আজকাল ডট ইনকে পরিচালক জানিয়েছিলেন, নতুন বছরে নতুন কাজ শুরু করবেন। কথা রেখেছেন শুভ্রজিৎ। নিন্দুকদের মুখে ঝামা ঘষে ২৭ জানুয়ারি থেকে শুট শুরু করলেন তিনি। খবর, এদিন উত্তর কলকাতার বনেদি বাড়িতে শুট চলছে। অংশ নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক ক্যামেরার মুখোমুখি। সকাল থেকে শুট শুরু।

শুটিং শুরুর খবর এদিন ভাগ করে নেন অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ ছবির সমস্ত তারকা। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে ছবি দিয়েছেন শুভ্রজিতও। সঙ্গে বার্তা, ‘যুদ্ধ শুরু হল’। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। প্রথম পর্বের শুট শেষ করে কথা বলেন তিনি. ""খুব ভাল লাগছে। আমরা সবাই দারুণ চার্জড। এদিন জমিদার হরিবল্লভ রায়ের অংশের শুটিং। ব্রজেশ্বরের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের অংশ ক্যামেরাবন্দি হবে""। ২৮ জানুয়ারি থেকে পুরুলিয়ায় শুট শুরু। কথা বলেছেন এই ছবির অন্যতম অভিনেত্রী বিবৃতিও। তিনি ব্যস্ত জিমে। শেষ মুহূর্তের প্রস্তুতি অনুযায়ী জোরদার ঘাম ঝরাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আনন্দ, উত্তেজনা দুটোই হচ্ছে। খুব খুশি। সঙ্গে প্রচণ্ড ভয়। আমার চরিত্র নিয়ে। তারকা অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ নিয়ে। এত বড় মাপের একটি ছবির অংশ হচ্ছি বলে।’’ ছবিতে অভিনেত্রী "নিশি"। তার জন্য অনেকটাই ওজন ঝরাতে হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁকেও অস্ত্রশিক্ষায় মহড়া নিতে দেখা গিয়েছে।



আরও জানা গিয়েছে, ২৯ জানুয়ারি থেকে শুট শুরু হবে ছবির মূল অংশের। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার পাদদেশে শুট হবে। শুট হবে গভীর জঙ্গলেও। সেই সময় শুটে অংশ নেবেন শ্রাবন্তী, অর্জুন, বিবৃতি। শ্রাবন্তীই শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’। কথা ছিল, গত ডিসেম্বরে শুট শুরু হবে। এক মাস পিছিয়ে যেতেই তুমুল চর্চা শুরু। নেতিবাচক চর্চা শুনতে শুনতে একসময় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন পরিচালক। সেই প্রসঙ্গ তুলতেই ছবির অন্যতম অভিনেত্রীর দাবি, ‘‘যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। পরিচালক ভাল বুঝেই শুট পিছিয়েছেন। তাঁর এই পদক্ষেপ আমার ক্ষেত্রে কিন্তু শাপে বর। একটা মাস নিজেকে তৈরি করার বাড়তি সময় পেলাম।’’



ছবিতে "ভবাণী পাঠক"-এর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া, সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), দর্শনা বণিক (সাগর), কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর রায়) রয়েছেন। পরিচালনার পাশাপাশি "দেবী চৌধুরানী"-র গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন শুভ্রজিৎ মিত্রর। ছবিটি মুক্তি পাবে এডিটেড মোশন পিকচার্স ও এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে। উপস্থাপনায় অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায়। সঙ্গীতে বিক্রম ঘোষ। যেহেতু সাহিত্যের পাতা থেকে সমস্ত চরিত্র উঠে আসছে তাই রূপসজ্জার দায়িত্বে সোমনাথ কুণ্ডু। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।

  




নানান খবর

নানান খবর

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

বলিউডে পাড়ি দিলেন রিয়া গঙ্গোপাধ্যায়, হিন্দি ছবির নায়িকা না খলনায়িকা! কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

কলেজের গণ্ডি পেরোননি সোনম, ছেলে বায়ুর ভবিষ্যতের হাল কেমন হবে! এখন থেকেই দুশ্চিন্তায় অভিনেত্রী

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া