শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৯ জানুয়ারী ২০২৪ ০৯ : ১০Rajat Bose
মিল্টন সেন, হুগলি: শুরু হল ‘মেগা জব ফেয়ার ২০২৪’। বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে একশো শতাংশ চাকরির সুযোগ দিতে শুক্রবার সাইনোসিওর ইন্ডাস্ট্রির উদ্যোগে উৎকর্ষ বাংলার সহযোগিতায় এই মেগা জব ফেয়ারের আয়োজন হয় পোলবার সুগন্ধায়। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগের সহযোগিতায় এই জব ফেয়ারে নাম নথিভুক্ত করার পর যোগ্য প্রার্থীদের নির্বাচনের পর তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ মিলবে। টাটা মোটরস, বিকাশ গ্রুপ, ভালেও চেন্নাই প্রোডাকশন সহ হুগলির স্থানীয় একাধিক সংস্থায় এদিন নাম রেজিষ্ট্রেশন করায় কয়েক হাজার প্রার্থী। সাইনোসিওর সংস্থার উদ্যোগে হুগলির পোলবা সুগন্ধায় আয়োজিত মেলায় যোগদান করেছে জেলার ছোট বড় প্রায় ২৬টি শিল্প সংস্থা। প্রশিক্ষণ শেষে তৈরি হবে প্রায় ৩ হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান। প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের সভাপতি শেখ নাসিরুদ্দিন,
শিল্পপতি ইন্দ্রজিৎ দত্ত, কৃষ্ণচন্দ্র মণ্ডল, অভিজিৎ বিশ্বাস, ব্লকের কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল প্রমুখ। উদ্বোধনী ভাষণে বিধায়ক বলেন ‘এই উদ্যোগে একদিকে যেমন বেকারত্ব কমবে পাশাপাশি উপকৃত হবে জেলার শিল্প মহল।’ শেখ নাসিরুদ্দিন বলেছেন, ‘রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী দিনে প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষিত হয়ে উঠবে জেলার বেকার যুবক যুবতীরা। জেলার নানান শিল্পে তাঁদের নিয়োগ সম্ভব হবে।’ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পপতি কৃষ্ণচন্দ্র মণ্ডল। তিনি বলেছেন, ‘হুগলি জেলায় মাঝারি এবং ছোট শিল্প বেশি। সেখানে প্রয়োজন দক্ষ শ্রমিকের। এই মেলার মাধ্যমে সেই সমস্যা মিটবে।’ শিল্পপতি অভিজিৎ বিশ্বাস বলেন, ‘রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে দক্ষ এবং উপযুক্ত শ্রমিক পাওয়ার সমস্যা আর থাকবে না।’ সাইনোসিওরের ডিরেক্টর সম্পূর্ণা ঘোষ বলেন, ‘রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা খুব ভাল প্রকল্প। এর মাধ্যমে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে।’ উৎকর্ষ বাংলার তরফে উপস্থিত প্রসেনজিৎ সাধুখাঁ বলেছেন, ‘শিল্পপতিরা নিজেদের চাহিদা অনুযায়ী লোক নিয়োগ করুন, প্রশিক্ষণের দায়িত্ব আমাদের।’
নানান খবর

নানান খবর

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা