আজকাল ওয়েবডেস্ক: ভারতের অর্থনীতি বর্তমানে “ভালোভাবে স্থিত” এবং “বিশ্বের অস্থির প্রেক্ষাপটে ভারতকে আলাদা করে তুলেছে” — এমন মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। নয়াদিল্লিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপের মধ্যেও ভারতের বৃদ্ধি ধারাবাহিকভাবে বজায় রয়েছে, যা সরকারের দূরদৃষ্টি ও নীতিনির্ধারকদের সক্রিয় ভূমিকার ফল।
গভর্নর বলেন, “সরকার পরিবর্তন হলেও সংস্কার নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। দেশীয় প্রয়োজন ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈশ্বিক সেরা কাঠামো গ্রহণের ফলে আজ ভারত এই অবস্থানে এসেছে। সরকার, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান — সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই স্থিতিশীলতা সম্ভব হয়েছে।”
মালহোত্রা বলেন, “সব মিলিয়ে, সাম্প্রতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় অর্থনীতি বর্তমানে এক দৃঢ় ভারসাম্যের অবস্থানে পৌঁছেছে। এই টেকসই প্রবৃদ্ধি একটি বিশাল বাজারের জন্য বিরল অর্জন, যা ভারতকে অস্থির বিশ্বের মধ্যে স্থিতিশীলতার নোঙর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
তিনি উল্লেখ করেন, ভারতের সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে উঠেছে এবং আজ তা বিশ্বের অন্যতম শক্তিশালী। “আমাদের ফরেক্স রিজার্ভ যথেষ্ট মজবুত, ফেব্রুয়ারি থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, চলতি হিসাব ঘাটতি সীমিত, রাজস্ব ঘাটতি ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে। আমাদের ব্যাঙ্ক ও কর্পোরেট খাতের ব্যালান্স শিট অত্যন্ত সুদৃঢ়,” বলেন গভর্নর।
আরও পড়ুন: ১০০ বছর বয়সেও জিমে যান নিয়মিত, রহস্যটা কী, রইল ভিডিও
মালহোত্রা সরকারের সংস্কার প্রচেষ্টার ধারাবাহিকতা ও স্থানীয় উন্নয়নকেন্দ্রিক নীতিকে বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন, “উচ্চ মার্কিন আমদানি শুল্ক, বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং বিশ্বের অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি আশাতীত স্থিতিস্থাপকতা দেখিয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও আশাব্যঞ্জক এবং অনেক পূর্বাভাসকেও অতিক্রম করছে। যদিও অনিশ্চয়তা এখন সর্বত্র বিদ্যমান, বাস্তব অর্থনীতির ওপর এর প্রকৃত প্রভাব এখন পর্যন্ত সীমিত। ভবিষ্যতে পরিস্থিতি কীভাবে গড়াবে, সেটাই দেখার বিষয়।”
তবে গভর্নর সতর্ক করে বলেন, “বর্তমান বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার প্রভাবে কিছু অর্থনীতি স্থায়ী ক্ষতির মুখে পড়তে পারে। বিশ্বের অধিকাংশ দেশই এখন আর্থিকভাবে চাপে রয়েছে। অর্থনৈতিক বৃদ্ধি কমে গেলে এবং মূল্যস্ফীতি না বাড়লে এই পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হবে। এটি আমাদের সবার জন্যই ঝুঁকিপূর্ণ।”
মালহোত্রা সাম্প্রতিক সোনার দামের উত্থান প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “সোনার দাম এখন ঠিক সেইভাবে ওঠানামা করছে, যেভাবে একসময় তেলের দাম করত। এটি এখন বিশ্বের অনিশ্চয়তার মানদণ্ডে পরিণত হয়েছে।” তিনি আরও যোগ করেন, “বিশ্বের অনিশ্চয়তা বাড়লেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতি কিছুটা স্থিত হয়েছে, যা বাজারের জন্য আশার বার্তা।”
সবশেষে গভর্নর মালহোত্রা বলেন, “ভারতের অর্থনৈতিক স্থিতি আজ বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। পরিকল্পিত সংস্কার, বিচক্ষণ রাজস্বনীতি এবং শক্তিশালী আর্থিক খাতের কারণে ভারত আজ বিশ্বের কাছে স্থিতিশীলতার প্রতীক।”
তার বক্তব্যে স্পষ্ট, বিশ্বে অনিশ্চিত অর্থনীতির মধ্যেও ভারতের অর্থনীতি আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ পথে এগোচ্ছে—যা দেশকে এক নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাচ্ছে।
