শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
সঞ্চারী কর | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৬Sanchari Kar
অতীত আর বর্তমানকে এক সুতোয় বেঁধে দিলে কোন দিকে মোড় নেয় জীবন? সেই গল্পই বলবে রোহন সেনের ‘কন্যা’। দিদির প্রাক্তন স্বামীর সঙ্গে সুখের ঘর সাজায় বোন। একদিকে যখন সংসার ভাঙে, অন্য দিকে জন্ম নেয় প্রেম। সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি এই ছবিতে দুই কন্যার একজন প্রিয়াঙ্কা সরকার। কাজ থেকে জীবন, সাফল্য থেকে ব্যর্থতা— নায়িকার মনের কথা শুনলেন আজকাল ডট ইনের সঞ্চারী কর।
কেমন আছেন?
(একগাল হেসে) ভাল আছি। সামনে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাই আরেকটু বেশি ভাল আছি বলতে পারি।
অ্যাকশন আর গোয়েন্দা ছবির ভিড়ে সম্পর্কের টানাপোড়েনের গল্প। বহুস্তরীয় চরিত্র করার খিদে থেকেই কি ‘কন্যা’কে বেছে নেওয়া?
একদমই তাই। যে কোনও অভিনেতারই এরকম চরিত্র করার খিদে থাকে। আমরা তো মানুষ হিসাবে অনেক কিছুই অনুভব করি। কিন্তু তা বলে উঠতে পারি না। আমাদের জীবনের সম্পর্কগুলো ঘিরে যে অনুভূতি আর জটিলতা, সেগুলি চিত্রনাট্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। পড়েই মনে হয়েছিল চরিত্রের এতগুলো স্তর ফুটিয়ে তুলতে পারব তো! দর্শককে বুঝিয়ে আদৌ উঠতে পারব? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এই চরিত্রটা করে ফেললাম। আমাদের পরিচালক রোহন সেনও খুব সুন্দর করে আবেগের গভীরতাটা বুঝিয়েছে। চারপাশে যেমন মানুষ আমরা দেখি, ঠিক তেমন করেই পর্দায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমরা কেউই তো নিখুঁত নই। সেটা মেনে নিলেই জীবন আর অভিনয়, দুটোই সহজ হয়ে যায়।
দিদির প্রাক্তন স্বামীর সঙ্গে যে বোন ঘর বাঁধে, তাকে সমাজ কিন্তু আজও আতশকাচের তলায় রাখে…
খুব সত্যি কথা। কিন্তু আমি ছবিতে আমার করা চরিত্রটাকে আতসকাচের তলায় রেখে কাটাছেঁড়া করতে পারিনি। কারণ চিত্রনাট্যই আমাকে বলে দিয়েছে কেন সুকন্যাকে (প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র) সব রকম জাজমেন্টের ঊর্ধ্বে রাখতে হবে। আর সেটার জন্য সকলের ছবিটা দেখার দরকার। এই রকম ঘটনা বা এর থেকেও জটিল ঘটনা আমাদের চারপাশে ঘটলেও অনেক সময় সামনে আসে না। ‘কন্যা’ দুই বোনের দৃষ্টিকোণ থেকে সেই গল্পকেই তুলে ধরেছে।
ঋষি কৌশিকের সঙ্গেও প্রথম জুটি বাঁধলেন…
হ্যাঁ, ঋষিদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওঁকে মানুষ এবং অভিনেতা হিসাবে শ্রদ্ধা করি। খুব ভাল লেগেছে অভিনয় করতে।
প্রথম বারেই এত সুন্দর রসায়ন তৈরি করলেন কীভাবে?
পুরো কৃতিত্বটাই আমার পরিচালক রোহনের। আমি ডিরেক্টর্স অ্যাক্টর। ও যে ভাবে যা করতে বলেছে, আমি করেছি। শুধু প্রেমের রসায়নই নয়, ছবিতে দুই বোন অর্থাৎ আমার আর অমৃতাদির মধ্যে যে সমীকরণটা ও গড়ে তুলেছে, সেটাও আমার কাছে খুব সত্যি মনে হয়েছে। অভিনয় করতে গিয়ে এখন অমৃতাদি (দে) বাস্তবেও আমার দিদি হয়ে গিয়েছে। আসলে আমরা আমাদের চারপাশের নিখাদ ঘরোয়া, পারিবারিক গল্প বলতে চেয়েছি। তাই বোধ হয় সবটা অজান্তেই এরকম মিলেমিশে গিয়েছে।

ইদানীং পারিবারিক গল্প নিয়ে তৈরি ছবিকে কিন্তু ‘একঘেয়ে’, ‘ঘ্যানঘ্যানে সিরিয়াল’ বলে কটাক্ষ করা হয়…
যে ছবিগুলোকে নিয়ে এসব বলা হয়, সেগুলির বক্স অফিস কালেকশনটা একবার দেখলে বোধ হয় আর এই কটাক্ষ করা হবে না। আরেকটা বিষয় বলি। প্রেক্ষাগৃহে আসা আমাদের অনেক ছবিই দর্শক দেখতে যান না। মুখ ফিরিয়ে নেন। কিন্তু ধারাবাহিকের একটি এপিসোডও কিন্তু তাঁরা মিস করেন না। পুনঃপ্রচারও দেখেন। কারণ সেখানে তাঁরা নিজেদের দেখতে পান। তাই বছরের পর বছর ধারাবাহিকের প্রতি তাঁদের আগ্রহ এতটুকু কমেনি। লার্জার দ্যান লাইফ ছবি যেমন দর্শকের ভাল লাগে, তেমন এরকম জীবনমুখি, পারিবারিক ছবিও কিন্তু তাঁরা লুফে নেন।
আপনিও তো কম নন! সাহসী পোশাকে আইটেম সংও করেন আবার পাশের বাড়ির মেয়েও হয়ে ওঠেন নিমেষে…
(হেসে উঠে) এটাই তো আমার কাজ। প্রত্যেকটা চরিত্রকে যদি আমি বিশ্বাসযোগ্য করে তুলতে পারি, সেটাই আমার সাফল্য। ‘কন্যা’তেও আমার করা চরিত্রটাকে আপাতভাবে খুব সাধারণ মনে হলেও, এটাকে ঠিক করে ফুটিয়ে তোলা ছিল খুব কঠিন। পরিচালক-প্রযোজকরা যে ভরসা করে আমাকে এই ধরনের কাজ দেন, তার জন্য আমি কৃতজ্ঞ।
কঠিন চরিত্র করতে গিয়ে কি ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোকে কাজে লাগালেন?
নিশ্চয়ই। আমার জীবনের প্রত্যেকটা মানুষ আমাকে কিছু না কিছু শিখিয়েছে, সেগুলো অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করেছি। আবার দেখুন, বাস্তবে আমি নিজে একজন দিদি। আমার বোন আছে। ওকে যেমন খুব ভালবাসি, ওর সঙ্গে প্রচুর ঝগড়া-খুনসুটিও হয়। বকাবকিও করি। এই ছবিটা কিন্তু আমায় আমার বোনের দৃষ্টিকোণটা বুঝতে সাহায্য করল। অর্থাৎ জীবন থেকে যেমন ছবিতে অনেক কিছু দিই। তেমন ছবিও জীবনকে ততটাই ফিরিয়ে দেয়।
যে ছবির জন্য এমন মনপ্রাণ ঢেলে দেন, তার সাফল্য-ব্যর্থতা নিয়েও কি একই রকম মাথাব্যথা থাকে?
ভীষণ ভাবে থাকে। একটা সময় ছিল যখন এগুলো নিয়ে ভাবতাম না। মনে হত, আমি আমার কাজটা করে দিয়েছি। দায়িত্ব শেষ। কিন্তু জীবন, কেরিয়ার আমাকে অন্য ভাবে ভাবতে শিখিয়েছে। এখন শুধু অভিনয় করাই নয়, ছবির প্রচার, বক্স অফিসের হিসেবনিকেশ, সব কিছু নিয়েই চিন্তা থাকে। আমার মনে হয়, একটা ছবির সঙ্গে জড়িত সকলকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে। দর্শকের কাছে একটা ছবিকে কী ভাবে পৌঁছে দেওয়া, কী ভাবে তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করা যায়, সেগুলো নিয়ে ভাবাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। রোহন তুলনামূলক নতুন পরিচালক। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আমাদের ছবিটার জন্য ভাল কিছু করতে পারি, অবশ্যই তা করব। একজন অভিনেত্রী হিসাবে সেটা আমার দায়বদ্ধতা।
এত কিছু করেও যদি ব্যর্থতা মুখোমুখি দাঁড়াতে হয়?
তা হলে সেটা থেকেও শিখব। শেখা থামালে চলবে না। তবে আমার কাছে বাণিজ্যিক সাফল্যই সব নয়। শিল্পী হিসাবে যদি কোনও কাজ আমাকে আত্মতুষ্টি দেয়, সেটাকে আমি সাফল্য হিসাবেই ধরব।

‘কন্যা’ হিসাবে নিজেকে কতটা সফল মনে হয়?
(একটু ভেবে) আমি তো নিজেকে দশে দশই দেব। হয়তো জীবনে অনেকের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমার জন্য হয়তো তাদের কষ্ট হয়েছে। কিন্তু মা-বাবার জন্য আমি একশো শতাংশ সব কিছু করার চেষ্টা করেছি। কতটা করতে পেরেছি, সেটা তাঁরাই বলবেন। কিন্তু অনেকে এই চেষ্টাটুকুও করেন না। সেই নিরিখে নিজেকে অনেকটাই এগিয়ে রাখব।
কেরিয়ারের শুরুতেই ‘চিরদিনই তুমি যে আমার’-এর মতো সাফল্য দেখেছেন। বাংলা ছবির সেই সময়টাকে মিস করেন?
না। কারণ এখন বাংলায় অনেক ধরনের গল্প তৈরি হচ্ছে। ওটিটি-র সুবাদে সকলে সব ধরনের গল্প বলতে পারছেন। দর্শকের কাছে তা বদলে দেওয়াও সহজ হয়ে গিয়েছে। এক্সপেরিমেন্টের সুযোগ বেড়েছে। আগে ৬০-৬৫ দিন ধরে শুটিং হত। এখন সেটা কমে ১৫-২০ দিন হয়ে গিয়েছে। সেটা মিস করি। তবে সময়ের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তণও দেখলাম।
কী?
ফিল্মের শুটিং থেকে ডিজিটালে শুট হওয়া। এক সময় ফিল্মের ক্যামেরায় হাতেগোনাই কয়েকটা রিল থাকত। আমি যদি একটাও এনজি শট দিই, তা হলে আমার জন্য খরচ বেড়ে যাবে— এই বিষয়টা মাথায় থাকত। সেটা খুব ভাল ট্রেনিং দিয়েছে আমায়। আর সেই সময়ও কিন্তু বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ছবি হয়েছে। আমি নিজেই কেরিয়ারের শুরুতে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাজ করেছি। তিনি অন্য ধারার ছবি তৈরির জন্য বিখ্যাত। কিন্তু তখন এই ধরনের ছবি খুব একটা দর্শকের সামনে আসার সুযোগ পায়নি। এখন কিন্তু সব ছবি সমান ভাবে সেই সুযোগটা পাচ্ছে। দর্শকও আরও বেশি অপশন পাচ্ছেন।
পুজোতেও এবার প্রচুর অপশন! ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ নাকি ‘রক্তবীজ ২’— কোনটার জন্য আপনি মুখিয়ে?
(সজোরে হেসে) এই রে! এটা কী করে বলি, ইন্ডাস্ট্রিতে তো আমায় টিকে খেতে হবে! ওঁরা সকলেই আমার খুব প্রিয়। সব কটা ছবি নিয়েই তাই সমান আগ্রহ। সবচেয়ে বড় কথা, দর্শক পুজোর সময় হল ভরিয়ে ছবি দেখবেন। এর চেয়ে ভাল আর কী হতে পারে!
আপনার সমসাময়িক মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পর্দায় ছকভাঙা অ্যাকশন করছেন। আপনি কবে শামিল হচ্ছেন সেই তালিকায়?
বিশ্বাস করুন, আমিও করতে চাই! এরকম প্রস্তাব দিলেই করব। সেই অপেক্ষাতেই আছি।
নানান খবর
মৃত্যুর ঠিক ঘন্টা তিনেক আগে রত্নাকে হোয়াটসঅ্যাপ করেন সতীশ শাহ! সহ-অভিনেত্রীকে শেষ বার্তায় কী জানিয়েছিলেন তিনি?
'দয়া করে আমায় একা থাকতে দিন,' মুম্বইয়ের রাস্তায় হঠাৎ কেন ক্ষেপে উঠলেন আমির খানের প্রেমিকা গৌরী?
নিজের আবাসনেই সুরক্ষিত নন শ্রীলেখা মিত্র! কী কারণে চরম হেনস্থার শিকার অভিনেত্রী?
মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২'? হঠাৎ কেন কোপ পড়ল তুলসীর পরিবারে?
প্রাক্তনকে দেখতে ছদ্মবেশে হাজির দুঁদে পুলিশ! অঞ্জন-মমতাশঙ্করের হৃদয়ের ছেলেমানুষির গল্প বলবে ‘দেরি হয়ে গেছে’
বিপ্লবীর ছদ্মবেশে প্রকাশ্যে জিৎ! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মোশন পোস্টারে নেটপাড়ায় আগুন জ্বালালেন টলি তারকা
অমিতাভের পা ছুঁয়ে বিরাট বিপাকে দিলজিৎ! দিলজিতের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিল খালিস্তানি গোষ্ঠী? কী হুমকি দিল?
‘নিজের মতো বাঁচব, বাকিটা? ধুর, ছাড় তো!’ স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনবোধে মুগ্ধ নেটপাড়া
পুজোয় মাত্র ৩ ছবি! আসছে বার্ষিক মুক্তির ক্যালেন্ডার, বক্স অফিসে রেষারেষি ঠেকাতে আর কী কী নিয়ম
বড়পর্দায় এবার নগ্ন হচ্ছেন প্রভাস? সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির টিজারে কোন ইঙ্গিত পেয়ে তোলপাড় হয়ে উঠেছে নেটপাড়া?
'আমার যৌনতা নিয়ে মজা, আর সলমন স্যার...'ঘরছাড়া হতেই 'বিগ বস' নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাসির আলি
কিডনি ফেলিওর নয়, সতীশ শাহের মৃত্যুর আসল কারণ কী? অবশেষে প্রকাশ্যে আনলেন 'সারাভাই বনাম সারাভাই'-র সহঅভিনেতা
চলতি বছরে কবে মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’? অভিনব কায়দায় ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী!
উদ্বোধনী মঞ্চে শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি, থাকতে পারেন শর্মিলাও! ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চমকে আর কী কী?
'তখন সময়টা উত্তপ্ত ছিল, তাই সমাজমাধ্যমে মন্তব্য করেছিলাম...' সাক্ষাৎকারে বলা সোহিনীর কথার কী জবাব দিলেন কুণাল ঘোষ?
অজি-সংহারের সময়ে সঙ্গী বাইবেল, ঘরের মাঠে জেমিমা ছড়িয়ে গেলেন একমুঠো সোনালী রোদ্দুর
একশো বছরের রীতি বদলাচ্ছে, লাঞ্চের আগেই চা বিরতি, ভারতের ম্যাচেই দেখা যাবে
'জেমিমা ইউ বিউটি', বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে মাথা নত করল শক্তিশালী অস্ট্রেলিয়া
টানটান ৩৫ মিনিট এবং ৮ কমান্ডো, ঠিক যেন বলিউড সিনেমা, মুম্বইয়ে শিশুদের উদ্ধারকার্যে রুদ্ধশ্বাস লড়াই
দিঘা ঢোকার মুখে বড়সড় বাস দুর্ঘটনা, আহত ১২ পর্যটক! ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনা এলাকায়
রেড অ্যালার্ট জারি হতেই আগাম সতর্কতা, উত্তরবঙ্গের এই অঞ্চলে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি, কী জানাল প্রশাসন?
গণধর্ষণের শিকার দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া, মামলায় চার্জশিট জমা পুলিশের
শিক্ষা মন্ত্রকের বিরাট ঘোষণা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে AI, কোন শ্রেণী থেকে পড়তে হবে জানেন?
দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সূর্য কান্ত, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?
মাত্র ১৭ বছরেই প্যালেস, বিমান এবং বিলাসবহুল গাড়ির মালকিন, সুলতানের মেয়েকে নিয়ে চর্চা সর্বত্র
ডার্ক সার্কেল থেকে বলিরেখা, মুহূর্তে গায়েব হবে ত্বকের যাবতীয় সমস্যা! রান্নাঘরের সবচেয়ে সহজলভ্য এই সবজিই করবে কামাল
‘মনুস্মৃতির ছায়ায় শ্রমনীতি’: মোদি সরকারের বিরুদ্ধে জয়রাম রমেশের তীব্র আক্রমণ
পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রস্তুতি তুঙ্গে, ৮০ হাজার বুথে বিএলও নিয়োগ সম্পন্ন জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক
নামী-দামি শ্যাম্পু, প্রসাধনী ব্যবহার করেও খুশকির সমস্যায় নাজেহাল? কয়েকটি ঘরোয়া কৌশল মেনে চললেই পাবেন স্বস্তি
‘সাগরতলের দানব’! এক বোমাতেই তৈরি হবে বিশাল সুনামি, পুতিনের নতুন পরমাণু অস্ত্রের খবরে আতঙ্কে আমেরিকা
শীত মানেই বাজারে তরতাজা সবজির মেলা! তাদেরই কিছু সহজ অথচ সুস্বাদু রেসিপির রইল হদিশ
বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যেতে ভয় পাচ্ছেন? কীভাবে কাটিয়ে উঠবেন ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’র সমস্যা? পরামর্শে বিশিষ্ট মনোবিদ ড. দোলা মজুমদার দাস
বিহার নির্বাচন: প্রচারের সব নিয়ম ভেঙে পাটনায় নতুন উত্তাপ ছড়াচ্ছেন সিপিআই(এম-এল) প্রার্থী দিব্যা গৌতম
লিচফিল্ডের সেঞ্চুরিতে পাহাড়প্রমাণ রান অস্ট্রেলিয়ার, পারবেন কি মান্ধানারা?
এবার চোখ বন্ধ করেও দেখবেন স্পষ্ট! চীনের নতুন কনট্যাক্ট লেন্সে অন্ধকারেও ঝাপসা হবে না দৃষ্টিশক্তি
'স্টুডিওয় আগুন ধরিয়ে দেব', ১৭ শিশুকে পণবন্দি করে শেষ করে ফেলার হুমকি! মুম্বইয়ে রুদ্ধশ্বাস লড়াই শেষে যা হল...
গোল পার্থক্য নিয়ে চিন্তিত নন, ইস্টবেঙ্গলের লড়াকু মনোভাবই ভাবাচ্ছে মোলিনাকে
নাইট শিবিরে যাবেন রোহিত? হিটম্যানের ভবিষ্যৎ জল্পনার মধ্যে মুম্বই-এর পোস্ট, কী জানাল তারা?
বিশেষ সংশোধনীর সময় বাড়ি বাড়ি গিয়ে কী করবেন বিএলও-রা? বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন