রবিবার ৩১ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর

প্রিয়ক মিত্র | ১০ আগস্ট ২০২৫ ১৫ : ২৭Rahul Majumder
“আর কি কখনও কবে/এমনও সন্ধ্যা হবে ” — রবীন্দ্রগানের কথাই বারবার মনে ধাক্কা দিতে থাকে, ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’ দেখতে গিয়ে। অপূর্ণ প্রেম মানেই ভারতীয় চলচ্চিত্রে এমনই এক রক্তাক্ত বিচ্ছেদ, যার মধ্যে নিহিত রয়েছে লায়লা-মজনু বা রোমিও-জুলিয়েটের অন্তহীন প্রেম-সম্ভাবনা ও তারপর হাতে হাত রেখে মৃত্যুবরণে। নিঃসন্দেহে তেমন প্রেমের আখ্যান শাশ্বত। কিন্তু বৈষ্ণব পদাবলির মাথুর পর্যায়ের বিরহ, ‘এ ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর’-এর অনন্ত দুঃখগাথাকে চলচ্চিত্রে জনপ্রিয় করে তোলার প্রয়াসটা খুব সহজ নয়। ‘এক দুজে কে লিয়ে’ থেকে বাংলা ভাষায় ‘চিরদিনই তুমি যে আমার’ হয়ে ‘আশিকি ২’ বা হালের ‘সাইয়ারা’— প্রেমে মিলন হওয়া না-হওয়ার যে কাব্য জনমানসে প্রায় ‘এপিক’ হয়ে ধরা দিয়েছে বারবার, তাতে এমন অসহনীয় নীরবতা সবসময় লেগে থাকে না, যেমনটা ধরে রেখেছেন ইন্দ্রাশিস আচার্য, তাঁর সাম্প্রতিক ছবিটিতে।
ইন্দ্রাশিস আচার্যর চলচ্চিত্রভুবনে জটিল মানব-মনস্তত্ত্বের নানা রঙের কড়ি জমানো। ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’-র অন্ধকারাচ্ছন্নতা যেমন সেখানে আছে, ‘পার্সেল’-এ থ্রিলার ও সূক্ষ্ম ডার্ক কমেডির মিশেল যেভাবে ঘটাতে পারেন ইন্দ্রাশিস, আবার ‘নীহারিকা’-র শ্বাসরোধকারী স্লথতাও তাঁর চিত্রভাবনার পরিসরে উপস্থিত। ‘নীহারিকা’ ইন্দ্রাশিসের শেষ ছবি ‘গুডবাই মাউন্টেন’-এর আগে। এই দুই ছবির মধ্যে দূরত্ব কম। এই দু’টি ছবিই ‘সম্পর্ক’ নামক একটি নিরালম্ব বায়ুভূত ধারণাকে তার প্যাঁচালো অথচ রক্তমাংসের শরীরে দেখে। ‘নীহারিকা’ মূল চরিত্রকে ছবির প্রায় মাঝামাঝি সরিয়ে নিয়ে যায় এক আশ্চর্য জনশূন্যতায়, তারপর রুক্ষ প্রকৃতির মধ্যিখানে মানুষ চরিত্রদের আলোআঁধারিকে বারবার ছিন্নভিন্ন করা হয়। ‘গুডবাই মাউন্টেন’ প্রথম থেকেই জনমুখর বাস্তবতা থেকে বিচ্যুত করে দেয় দর্শককে। অর্জুন (ইন্দ্রনীল সেনগুপ্ত) ও আনন্দী (ঋতুপর্ণা সেনগুপ্ত) এই দুই চরিত্রের সংলাপ ও নীরবতার মধ্যেই অনেকক্ষণ চলাফেরা করতে হয় দর্শককে। এর মাঝে শুধু চিকিৎসক অর্পিতার (অনন্যা সেনগুপ্ত) বারবার আসা আভাস দেয় এই আখ্যানের মূল সূত্রর। অসুখ এই দ্বিমুখী আদানপ্রদানের মধ্যে যে আরেকটি না-দেখা চরিত্র, তা স্পষ্ট না করেও অর্পিতা বারবার ফিরে আসে, নিরাময়ের আলো সে দেখাতে পারে না, শুধু মনে করিয়ে দেওয়া, জরা কোথাও এই দুই চরিত্রের সংলাপের মাঝে দাঁড়িয়ে। কোনও না কোনওদিন শেষ হবে এই সংলাপ।
অর্জুন এবং আনন্দী পুরনো প্রেমিক-প্রেমিকা। যে ভুল বোঝাবুঝির দরুন তারা এত দূরে, তার সামান্য ইঙ্গিত একটি সংলাপে ধরা থাকে ছবির শেষের দিকে। কিন্তু সত্যিই অতীত এখানে কোনও ভার বহন করে না। কবিতায়-গানে অর্জুন-আনন্দীর কথাবার্তা কখনও খুবই কৃত্রিম হয়ে ওঠে, এতটাই যে, যা ঘটছে, তার বাস্তবতাকে সন্দেহের মুখে দাঁড় করায় তা দর্শকের সামনে। ওই জড়তা, খানিক অস্বাভাবিকত্বর হোঁচট খেয়ে চলাই ছবির ছন্দ তৈরি করে একভাবে। এর মাঝে যে তরুণ-তরুণীর দল এসে হাজির হয়, তারা অর্জুন-আনন্দীদের পুরনো বন্ধুদলকে কোথাও কি মনে করিয়ে দেয়? বয়সের ভুলভ্রান্তিকে পেরিয়ে আসা এই যুগলের সামনে যখন কাঁচা ভুলের হঠাৎ ঘনিষ্ঠতা, ঈর্ষা ও শত্রুতার সামান্য দাঁতনখটুকু জোরালো হয়ে যায়, তখন বোঝা যায়, পরিণত মনের দ্বিধাদ্বন্দ্বের সামনে এই ঘটনাক্রমটুকু নেহাতই এসে হাজির হচ্ছে না।
তাই আনন্দীর স্নানের জলের ফেনা অর্জুনের হাতে তুলে নেওয়া, তাদের ঘন হওয়ার মুহূর্ত, অর্পিতার প্রতি আনন্দীর অনুচ্চারিত সন্দেহ, আনন্দীর স্বামী রথীজিতের (অনির্বাণ ভট্টাচার্য) অন্দরের হত্যাকারী মন ও ধর্ষকামের পাশাপাশি স্ত্রীয়ের অন্য সম্পর্কের আভাসের কথা ভেবে বারবার কেঁদে ফেলা, সরাসরি অভিযোগ তুলতে না পারার দীর্ঘশ্বাসের ময়নাতদন্তে ওই হঠাৎ এসে হঠাৎ চলে যাওয়া তরুণদের দলটির রেখে যাওয়া ছায়া-অভিঘাতটুকু টের পাওয়া যায়।
‘নীহারিকা’-র রুক্ষ প্রকৃতি এখানে কিন্তু কেরলের ওয়ানাডের অপূর্ব, নয়নাভিরাম সবুজ। কিন্তু অমন প্রাণখোলা নিসর্গেও কোনও প্রেমের পরিপূর্ণতা না থাকা, হঠাৎ গোধূলিবেলায় ওই তরুণদের একজনের একা চলে যাওয়া পাহাড়ি পথ ধরে, রথীজিতের সন্দেহ, অধিকারবোধ ও হিংস্র কল্পনা, মৃত্যুমুখী অর্জুনের নিখুঁত মহত্ত্বের মাঝে কিছুটা থমকে থাকা আনন্দীকে এভাবে ডেকে পাঠানোর ভেতরের চাহিদার টানাপোড়েন, অর্পিতার জীবনমৃত্যুর মাঝে থাকা একটি মানুষের দিকে নিরলস, অপারগ তাকিয়ে থাকার চিহ্নগুলো লেগে থাকে। শান্তনু দে-র চিত্রগ্রহণ, লুব্ধক চট্টোপাধ্যায়ের সম্পাদনা সেই চিহ্নগুলো প্রকট যেমন করে না, তেমনই কিছুটা তার সূত্র ধরিয়ে দিতেও দ্বিধা করে না।
রণজয় ভট্টাচার্যর সংগীতে গানের চেয়েও আবহ তীব্র হয়ে থাকে। আর অভিনয় এই ছবিকে আলাদা করে জ্যোতিষ্মান করার চেষ্টা করে না। ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁদের চরিত্রের সঙ্গে নির্জন হয়ে ওঠেন, আর তাঁদের সোচ্চার অথচ নিচু তারের অভিনয়ে সঙ্গত করে চলেন অনন্যা সেনগুপ্ত। অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে দর্শকদের সামনে আসেন অনেকটা পরে, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের চরিত্রকে পৌঁছে দেন তার আলোছায়াসমেত, দর্শকমনে। জয়শ্রী অধিকারী-সহ বাকি তরুণরা স্বচ্ছন্দ, কিন্তু কোথাও তাদের চরিত্রগুলি আরেকটু সাবলীলতাও দাবি করেছিল। তবে, এই ছবির সংলাপের আরেকটু সংযম প্রয়োজন ছিল। সংলাপ কোথাও অতিরেক, কোথাও একটু বেশিই নতশির। সংলাপই কোথাও কোথাও সকলেরই অভিনয়ের খানিক ছন্দপতনও ঘটিয়েছে।
লর্ড ব্রাউনিংয়ের ‘দ্য লাস্ট রাইড টুগেদার’ বিচ্ছেদের যে শান্ত কবিতালেখ, এই ছবির আত্মায় তার ছাপ স্পষ্ট। ইন্দ্রাশিস আচার্যর এখনও ইস্তক সেরা কাজ একে হয়তো বলা যাবে না। কিন্তু চলচ্চিত্রভাষা নিয়ে তাঁর আত্মমগ্নতা এই ছবিতেও ধরা থাকল।

নানান খবর

জন্মদিনে 'নিখোঁজ' অভিনেত্রী শ্রীলেখা মিত্র! ব্যাপারটা কী?

প্রাক্তন বিয়ে করে নেন কাছের বান্ধবীকে! প্রেম ভাঙার পর তারার জীবনে নতুন বসন্ত, নায়িকার প্রেমিকটি কে
ধারাবাহিকে ব়্যাপ গেয়ে তুমুল কটাক্ষের মুখে মধুমিতা সরকার! ছোটপর্দায় ফিরেই নেতিবাচক মন্তব্যের পাল্টা জবাবে কী বললেন অভিনেত্রী?

‘বাবা’ হচ্ছেন টলিউডের সুদর্শন নায়ক বিক্রম! ‘মা’ হবেন কিরণ, ব্যাপারটা কী? জানলে অবাক হবেন

‘এটা করলে আমায় দেবদাস থেকে বাদ দিতেন সঞ্জয় লীলা ভন্সালি’! এত বছর পর কোন রহস্য ফাঁস করলেন শ্রেয়া
রক্তাক্ত লড়াইয়ের ময়দানে মুখোমুখি টাইগার-সঞ্জয়! টানটান অ্যাকশনে কেমন হল 'বাঘি ৪'-এর ট্রেলার?
'শুটিংয়ের শেষ দিনে একে অপরকে জড়িয়ে ধরে..' ক্যামেরার আড়ালে কী কাণ্ড ঘটিয়েছিলেন অহন-অনিত?

‘কুইন’ এর সিক্যুয়েলের সঙ্গে আসছে ‘তনু ওয়েডস মনু ৩’! কিন্তু কঙ্গনা কি থাকছেন?
শুটিং ফ্লোর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন শ্বেতা? নাম না তুলে কোন বিস্ফোরক সত্যি ফাঁস করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?

বক্স অফিসে পরপর ফ্লপ, ফুরিয়ে যাচ্ছেন সলমন? বড় মন্তব্য ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ পরিচালকের!
প্রেম-নস্ট্যালজিয়া না শহুরে বিচ্ছেদ? মৈনাক ভৌমিকের 'মেড ইন কলকাতা' কোন গল্প বলবে?

‘ওয়ার ২’ ব্যর্থ, তাহলে কি ভেস্তে যাচ্ছে বলিউডের স্পাইভার্স? আলিয়ার ‘আলফা’ নিয়ে বাড়ছে শঙ্কা!
প্রথমবার জুটিতে দেবলীনা-অর্পণ! ছাপোষা প্রেমের গল্পে কোন ওটিটিতে ধরা দিচ্ছেন দুই তারকা?
ভিড়ের মধ্যে আরও কাছাকাছি সিদ্ধার্থ-জাহ্নবী! লালবাগচা রাজার দর্শনে এসে কী কাণ্ড ঘটালেন দুই তারকা?

বিবেক ওবেরয়ের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না? মুখ খুললেন অভিনেতার তুতো ভাই অক্ষয়!

হাতে কম ছবি, তাই এবার ‘বিগ বস’-এর ঘরে টাইগার শ্রফ! আমন্ত্রণ জানিয়েছেন খোদ সলমন?

জলে নামলেই মগজে ঢুকছে বিরল রোগ, ড্রাগনের দেশে জারি হল সতর্কতা

রান্নাঘরের পিছনে ওরা কারা? ছবির মতো সাজানো বাড়িতে পা রাখার সাহস হচ্ছে না কারও, ভয়ে ঠকঠক করে কাঁপছেন

১৪ বছর আগে খেলেছিলেন, দেখিয়েছিলেন ম্যাজিক, এবার সেই যুবভারতীতেই আসছেন মেসি

ওদের জন্যই জগত জোড়া খ্যাতি! শীর্ষ আদালতের বিচারক ভরা সভায় যাদের কথা বললেন, মন্তব্যে তুমুল হইচই

কী পাগলামি! ফোন তুলছিলেন না প্রেমিকা, শাস্তি পেলেন গ্রামবাসীরা, যুবকের কীর্তিতে অন্ধকারে ডুবল গোটা গ্রাম, হতবাক নেটিজেনরা

পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত, বাংলার ক্রিকেটার নিজেও দেখবেন না এশিয়া কাপ

একই সঙ্গে রাধাষ্টমী এবং বিষকুম্ভ যোগ! কারও পৌষমাস কারও সর্বনাশ! আজ কোন রাশির ভাগ্যে কী?

ভিতরে চলছিল জন্মদিনের পার্টি, দরজার বাইরে গড়িয়ে এল চাপ রক্ত, দিল্লিতে 'বার্থডে-গিফট' নিয়ে যা ঘটে গেল

বিয়ের পাকা কথা বলতে বাড়িতে নিমন্ত্রণ, হবু শ্বশুরবাড়িতে পা দিয়েই শেষ হয়ে গেল তরুণ, রক্তারক্তি কাণ্ড ঘটাল শ্বশুর

ধোনিকে বিরাট দায়িত্ব বোর্ডের, কিন্তু কাঁটা যে গম্ভীর...মাহি কী করবেন?

সাগরে ফের নিম্নচাপ! প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা? সেপ্টেম্বরের শুরুতে তুমুল দুর্যোগ নিয়ে আবহাওয়ার বড় আপডেট

আগুনে বোলিংয়ে চার উইকেট, তবুও বেজায় চটলেন হ্যারিস রউফ, কিন্তু কেন?

ধোনি করেন অবিচার, কিন্তু বাংলার ক্রিকেটারের জন্য নিজের জায়গা ছেড়ে দেন তারকা ক্রিকেটার, জেনে নিন ভারতের সাজঘরের অজানা গল্প

ধোনি করেন অবিচার, কিন্তু বাংলার ক্রিকেটারের জন্য নিজের জায়গা ছেড়ে দেন তারকা ক্রিকেটার, জেনে নিন ভারতের সাজঘরের অজানা গল্প

ভারতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হচ্ছে সামির, কিছুতেই আগের ছন্দ পাচ্ছেন না

'হোটেলে যাবি?', ভরা ক্লাসরুমেই ৭ বছরের ছাত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চোখরাঙানি শিক্ষকের! শেষমেশ যা হল

মেট্রো রুটে ফের সঙ্কট! চিংড়িঘাটা আন্ডারপাসের জন্য জোর, নয়তো এই স্টেশনে দাঁড়াবেই না কমলা লাইনের মেট্রো

১২ বলে ১১ ছক্কা, যুবি-শাস্ত্রী মারতে পারলে খুশি হতেন, অখ্যাত নিজার হয়ে উঠলেন নায়ক, দেখুন সেই আগুনে ইনিংস

ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব... পুরস্কারের তালিকায় কী নেই! একদিনেই ৭০০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা এই রাজ্যে

আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, বাস্তবে তাই হল, এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ১

করণের হ্যাটট্রিকে পাঠচক্রকে গোলের পাঠ পরাল মোহনবাগান, 'শেষ ম্যাচে' সবুজ-মেরুনের পঞ্চবাণ

হঠাৎ বুকে ব্যথা, রোগী দেখতে দেখতেই মেঝেতে লুটিয়ে পড়লেন, সকলের চোখের সামনে কার্ডিয়াক সার্জনের চরম পরিণতি

শুধু আখরোট খেলেই হবে না! জানতে হবে সঠিক নিয়ম, শরীর পাবে হাজার উপকার, রইল তালিকা