আজকাল ওয়েবডেস্ক: শিক্ষকদের কাছেই নাকি সব প্রশ্নের উত্তর থাকে। মনের মধ্যে যা প্রশ্ন আসবে, তার সবকিছুর উত্তর জানা শিক্ষক! এমনটাই ধারণা ছিল পড়ুয়াদের। কিন্তু এমনি এক স্কুল, সেখানে প্রধান শিক্ষক থেকে শুরু করে বাকি শিক্ষকদেরও সাধারণ জ্ঞান নেই। অতি সাধারণ প্রশ্নের জবাব দিতে না পারায়, শুধুমাত্র ঢোক গেলেন তাঁরা! 

শুধু কি তাই! শব্দের বানান পর্যন্ত ভুল লেগেন। ক্লাসরুমের বোর্ডে সেই ভুল বানানের শব্দগুলি লিখে রাখেন। আর ছাত্ররাও সেই ভুল বানান সঠিক বলেই শেখে। সম্প্রতি ওই স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকের কাণ্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। 

কোথায় ঘটেছে এই ঘটনা? সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। বলরামপুর জেলার মাদওয়া গ্রাম পঞ্চায়েতের গোদাসত গ্রামে। জানা গেছে, ওই গ্রামেরই এক সরকারি স্কুলে শিক্ষিকদের কাণ্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।‌ যা ঘিরে অনেকেই ওই শিক্ষকদের সঙ্গে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের তুলনা টেনেছেন। অনেকেরই মতে, আলিয়া ভাটকেও হার মানিয়েছেন এই শিক্ষক। 

আরও পড়ুন: বাগানে নতুন কলাগাছ, চারিদিকে ছড়ানো মাটি! সন্দেহ প্রতিবেশীদের, মাটি খুঁড়তেই আঁতকে উঠল পুলিশ

ভিডিওতে কী দেখা গেছে? ছাত্ররা প্রধান শিক্ষক ও আরও দুই শিক্ষককে জিজ্ঞেস করে, ভারতের প্রধানমন্ত্রী কে? রাজ্যের মুখ্যমন্ত্রী কে? এর কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি তাঁরা। একের পর এক অতি সাধারণ প্রশ্নের উত্তরে তাঁরা কেবলমাত্র ঢোক গিলেছেন। এমনকী জেলার পুলিশ আধিকারিকের নাম পর্যন্ত বলতে পারেননি তাঁরা। 

বিষয়টি এখানেই শেষ নয়। বোর্ডে ভুল বানানের শব্দ লিখতেও দেখা গেছে। স্কুলের ইংরেজির শিক্ষক Eleven, Nineteen শব্দগুলির বেশ স্বাচ্ছন্দ্যেই ভুল বানান বোর্ডে লেখেন। বোর্ডে ওই শিক্ষক লেখেন, Aivene, Ninithin। ভুল বানান নিয়ে প্রশ্ন তুললেই ওই শিক্ষক জানান, এইগুলোই সঠিক বানান। এবং ছাত্রদের সেই ভুল বানান লিখতে বাধ্য করেন। 

জানা গেছে, বলরামপুর ওড়িশার প্রত্যন্ত অঞ্চলে নয়। ওই এলাকায় আরও একাধিক সরকারি স্কুল রয়েছে। একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও, সেগুলি যে রাজ্যের সব স্কুলে পৌঁছয় না, তার স্পষ্ট ধারণা পাওয়া যায় এই ভিডিও থেকে।‌ ভিডিওটি দেখে একজন নেটিজেন লিখেছেন, 'উনি কি ইংরেজি শিক্ষকের পদটি শেষমেশ হারালেন?' আরেকজন লিখেছেন, 'বিজেপি শাসিত রাজ্যের কী দশা! খুদে পড়ুয়াদের ঠিক মতো সাধারণ জ্ঞান অর্জন করার সুযোগ নেই!' 

জানা গেছে, দিন কয়েক আগেই জেলা শিক্ষা আধিকারিক ওই স্কুল পরিদর্শনে যান‌। তাঁর সামনেই ওই শিক্ষকরা ভুল বানান বোর্ডে লেখেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ওই শিক্ষকদের সাসপেন্ড করা হয়নি বলেই জানা গেছে। 

'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' ছবি রিলিজের পর 'কফি উইথ করণ' শোয়ে অতিথি হয়েছিলেন আলিয়া। ব়্যাপিড ফায়ার রাউন্ডে তাঁকে তৎকালীন রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয়। কিন্তু অভিনেত্রী সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তা নিয়ে তাঁকে ট্রোলডও হতে হয়। আলিয়া বলেছিলেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতির নাম পৃথ্বীরাজ চৌহান। এদিকে সেই সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।