আজকাল ওয়েবডেস্ক: চায়ের প্রতি ব্রিটেনের প্রেম সর্বজনবিদিত। তার ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি একসময় রেলস্টেশনে চা বিক্রি করতেন তিনি যুক্তরাজ্যে সফরে গেলে ‘চায়ে পে চর্চা’ না হয়ে কি আর পারে? সম্প্রতি, মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের পর দুই নেতা একসঙ্গে চায়ের কাপ ভাগ করে নেন চেকার্সে। চেকার্স হল ব্রিটেনের প্রধানমন্ত্রীদের সরকারি বাসভবন। ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষ্যে একটি চায়ের স্টল বসানো হয়েছিল লনের ওপর। দোকানে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা অখিল প্যাটেল। তিনি অমলা চায়ের প্রতিষ্ঠাতা।

রঙিন নেহরু জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকা প্যাটেল জানান, ‘আমার চা ভারতের মাটি থেকে সংগৃহীত, কিন্তু লন্ডনে বানানো’। তিনি যখন চা তৈরি করছিলেন, তখন বলেন, ‘মশলা চা। এই চা এসেছে অসম থেকে, মশলা কেরালা থেকে’। এরপর তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারকে এক কাপ চা এগিয়ে দেন। তবে এরপরেই আসে আসল মুহূর্তটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে চা তুলে দিয়ে অখিল হেসে বলেন, ‘এক চা-ওয়ালা থেকে আরেক চা-ওয়ালার জন্য’। অখিলের মুখে এই সংলাপটি শুনে মোদি হেসে মাথা নাড়েন, আর স্টারমার চা পান করে প্রশংসায় বলেন, ‘ওহ, দারুণ। একেবারে দারুণ, অসাধারণ’। দু’পক্ষের এই উষ্ণ বিনিময় এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘চায়ে পে চর্চায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে। ভারত-যুক্তরাজ্য সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে চায়ের কাপে’।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mihir Pandya (@me_here1401)