সংবাদ সংস্থা মুম্বই: ‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন  ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!

 

 

এবার  করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার  তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”

 

 গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার। স্কটল্যান্ডের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ছবিতে রয়েছে অ্যাকশন, কৌতুক, নাটক আর একেবারে পাঞ্জাবি তেজ!  ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন— “অ্যাকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জসসি ফিরেছে, আর এবার সবকিছু ডাবল! সতর্কতা: এই ট্রেলার অতিরিক্ত হাসি, বিভ্রান্তি এবং সর্দার-সাইড এফেক্ট তৈরি করতে পারে!”

 

বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবি ভরা একেবারে তারকাখচিত কাস্ট-এ।  অজয়-ম্রুণাল ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, ডলি আহলুওয়ালিয়া, নীরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুব্বরা সেঠ, দীপক ডোবরিয়াল, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতা প্রমুখ। প্রয়াত মুকুল দেবের একটি ক্যামিও-ও রয়েছে এই ছবিতে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ajay Devgn (@ajaydevgn)