আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজের নামকরণ হয়েছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। চলতি সপ্তাহেই সেই ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর ট্রফি উন্মোচনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন শনিবার সাইডলাইনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৭৫ জনের বেশি প্রাণ হারিয়েছে। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বিমান দুর্ঘটনার মধ্যে অন্যতম। এই ঘটনার প্রেক্ষিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই যৌথভাবে ইভেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ইসিবির এক কর্তা বলেন, 'ভারতে মর্মান্তিক দুর্ঘটনার জেরে, শ্রদ্ধার খাতিরে কয়েকদিন পরে এই ঘোষণা করা হবে।' এবার নতুন করে দিনক্ষণ ঠিক করা হবে। জেমস অ্যান্ডারসন এবং শচীন তেন্ডুলকরকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ২০০৭ থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের বিজয়ী দলকে পাতৌদি ট্রফি দেওয়া হত। এবার সেটা বদলেই হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। তবে বিসিসিআই, জয় শাহ এবং শচীন তেন্ডুলকরের অনুরোধে পাতৌদির লিগাসি কোনওভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। ইসিবি কর্তা বলেন, 'ভারত-ইংল্যান্ড সিরিজে পাতৌদির সূত্র ধরে রাখার পরিকল্পনা করা হচ্ছে।' শোনা যাচ্ছে, পতৌদির নামে মেডল বিজয়ী অধিনায়ককে দেওয়া হবে।
