
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত এ দলের অধিনায়ক ছিলেন। গুজরাটকে প্রথমবার রঞ্জি ট্রফি দেওয়ার অন্যতম কারিগরও তিনি। আবার চোট পাওয়া রোহিত শর্মার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ডাকও পেয়েছিলেন জাতীয় দলে। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজেও তিনি টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। সেই প্রিয়াঙ্ক পাঞ্চাল সব ধরনের ক্রিকেট থেকে অংশ নিলেন।
রঞ্জি ট্রফি সেমিফাইনালে কেরলের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে দুর্দান্ত ১৪৮ রান করেছিলেন প্রিয়াঙ্ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন পাঞ্চাল। গুজরাটের হয়ে ৯৯টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন তিনি। ২৯টি সেঞ্চুরি, ৩৪টি পঞ্চাশ-সহ প্রিয়াঙ্কের ঝুলিতে ৮,৮৫৬ রান। অপরাজিত ৩১৪ তাঁর সর্বোচ্চ রান।
২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে নির্বাচিত করা হয়েছিল। সেই সময়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তাঁর জায়গায় প্রিয়াঙ্ককে দলে নেওয়া হয়। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তিনি ডাক পান।
দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ব্লুমফন্টেনে তাঁর ৯৬ রানের ইনিংস প্রশংসিত হয়। প্রাক্তন গুজরাট কোচ হীতেশ মজুমদার বলেন, ''এটা দুর্ভাগ্যজনক যে প্রিয়াঙ্ক ভারতের হয়ে খেলেনি। ২০১৬-১৭ মরশুমে গুজরাট যেভাবে রঞ্জি ট্রফি জিতল, সেবার বড় ভূমিকা ছিল প্রিয়াঙ্কের। ২০১৩-১৪ সালের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও প্রিয়াঙ্কের বড় ভূমিকা ছিল। গুজরাটের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিল ও।'' সেই প্রিয়াঙ্ক পাঞ্চাল সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন। তাঁর পক্ষে জাতীয় দলে ঢোকার রাস্তাটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ইন্ডিয়া এ টিমেও তিনি আর সুযোগ পেতেন না। প্রায় ১৭ বছর খেলা হয়ে গিয়েছে ঘরোয়া ক্রিকেট। তাই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রিয়াঙ্ক পাঞ্চাল।
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ