বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত

Sampurna Chakraborty | ২৬ মে ২০২৫ ১৯ : ০৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ৬৭ রান। তারপরই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় প্লেয়ার হিসেবে ৭০০০ রান পেরিয়ে যাবেন হিটম্যান। সোমবার জয়পুরে মুখোমুখি মুম্বই এবং পাঞ্জাব। তারপরই টেবিলের স্থান নির্ধারিত হবে। ১৭ পয়েন্ট পাঞ্জাবের। মুম্বইয়ের পয়েন্ট ১৬। গুজরাট টাইটান্সকে টপকে প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা রয়েছে দুই দলেরই। এই ম্যাচটা রোহিতের জন্য গুরুত্বপূর্ণ। প্লে অফের আগেই তাঁকে এলিট তালিকায় প্রবেশ করতে দেখতে চায় ফ্যানরা। যাতে প্লে অফের আগে আত্মবিশ্বাস বাড়ে রোহিতের। 

চলতি আইপিএলে ১২ ম্যাচে তাঁর রান ৩০৫। গড় ২৭.৭২। স্ট্রাইক রেট প্রায় ১৫১। তারমধ্যে রয়েছে তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ অপরাজিত ৭৬। আইপিএলে ২৬৯ ম্যাচে রোহিতের মোট রান ৬৯৩৩। গড় ২৯.৬২। স্ট্রাইক রেট ১৩১ এর বেশি। রয়েছে দুটো শতরান এবং ৪৬টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ১০৯। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি। ২৬৪ ম্যাচে তাঁর রান ৮৫৫২। গড় ৩৯.৫৯। স্ট্রাইক রেট ১৩২.৭৫। তারমধ্যে রয়েছে আটটি শতরান এবং ৬২টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ১১৩। এবার তাঁকে ছুঁয়ে ফেলার হাতছানি রোহিতের সামনে। এলিট ক্লাবে প্রবেশ করে প্লে অফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবেন রোহিত। 


Rohit SharmaVirat KohliIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া