বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সমালোচনা শুধু কেন্দ্রের, রাজ্যের বিরুদ্ধে খোলা যাবে না মুখ, কেরালায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলে শোরগোল

Kaushik Roy | ২২ মে ২০২৫ ১৭ : ২৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের কোনও আইন বা বিশ্ববিদ্যালয়ের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে খোলা যাবে না মুখ। এমনকি, রাজ্য সরকারের বিরোধী কোনও কর্মসূচিতেও অংশ নেওয়া যাবে না। সমালোচনা যদি করতেই হয় তাহলে তা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নীতি ও আইন নিয়ে করা যাবে। কেরালা সরকারের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে শিক্ষাক্ষেত্রে। বিলটির এক প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা রাজ্য আইন ও বিশ্ববিদ্যালয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনামূলক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।

তবে কেন্দ্রীয় সরকারের নীতি ও আইন নিয়ে সমালোচনার অনুমতি রয়েছে। কিন্তু বিলের প্রস্তাবে এই ধরনের নিষেধাজ্ঞা প্রশ্ন তুলে দিয়েছে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে। এখানেই শেষ নয়, বিলটিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও কিছু প্রচার করতে হলে সেটা লিখিত, মুদ্রিত বা ইলেকট্রনিক মাধ্যম যাতেই হোক না কেন—তাতে বিশ্ববিদ্যালয় বা রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে কিছু লেখা যাবে না।

উল্লেখ্য, এর আগে কেরালা সরকারের ডাকা একটি সেমিনারে ইউজিসি-র নিয়মাবলীর বিরুদ্ধে বক্তব্য রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা অংশ নেন। সেই নিয়ে রাজভবনের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। সেই অসন্তোষের পর বেশিরভাগ উপাচার্য বয়কট করেন সেমিনার। অনুমান করা হচ্ছে, এই ধরনের ঘটনা এড়াতেই বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল থেকে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনার ওপর নিষেধাজ্ঞা বাদ দেওয়া হয়েছে।

বিলে বিতর্ক তৈরি হয়েছে উচ্চশিক্ষা মন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি নিয়েও। বিলের প্রস্তাব অনুযায়ী, উচ্চশিক্ষা মন্ত্রী যিনি বিশ্ববিদ্যালয়গুলির প্রো-চ্যান্সেলরও তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিষয়, যেমন পরিকাঠামো, কোর্স, পরীক্ষা এবং আর্থিক লেনদেনে হস্তক্ষেপ করতে পারবেন।

তবে এটি এখনও পাস হয়নি কেরালা বিধানসভায়। বর্তমানে এটি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই ধরনের বিলে অনুমোদন দিতে অস্বীকার করেছিলেন রাজ্যপাল। তবে কেরালার ঘটনায় রীতিমত সমালোচনার ঝড় উঠেছে শিক্ষামহলে। একাংশের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা কেড়ে নিতেই এই ধরনের বিল পাস করানোর চেষ্টা চলছে।


নানান খবর

নানান খবর

এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন

হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট? 

কে যে পশু, বোঝা মুশকিল! অসমে র‍য়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা

‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের! 

জানেন কি ভারতের এই রাজ্যে নেই কোনও নিরক্ষর মানুষ? জেনে নিন কোন রাজ্য

দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস

বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’

ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ

ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর

সোশ্যাল মিডিয়া