
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ‘কান-এর রানি’ বলে যাঁকে ডাকা হয়, সেই ঐশ্বর্য রাই বচ্চন ফের একবার ঝলসে উঠলেন ফরাসি রেড কার্পেটে। বুধবার, বহু প্রতীক্ষার পরে তাঁকে দেখা গেল কান ফিল্ম ফেস্টিভালের লাল গালিচায়। পরনে রাজকীয় সাদা শাড়ি, তাতে সোনালি কারচুপি। গলায় জ্বলজ্বল করছে লাল পাথরের এমেরাল্ড হার। কিন্তু নজর কাড়ল একটাই জিনিস—কপালের সাহসী লাল সিঁদুর।
আর এই সিঁদুর ঘিরেই এখন চর্চা তুঙ্গে। কারণ, বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—অভিষেক-ঐশ্বর্যর বৈবাহিক সম্পর্ক নাকি টালমাটাল। আর সেই গুঞ্জনের মাঝেই ঐশ্বর্যার এই স্পষ্ট বার্তা—নীরব অথচ জোরালো।
ঐশ্বর্যর এই রূপ দেখে যেমন ভক্তরা মুগ্ধ, তেমনই অনেকেই একবার চোখ ঘুরিয়ে নিয়েছেন অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের দিকে। কারণ, সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের প্রবীণ সদস্য সাধারণত খুব সরব। পরিবারের প্রতি তাঁর সমর্থন, জীবনের নানা অনুভূতি, কবিতার ছন্দ—সব কিছুই ধরা পড়ে তাঁর এক্স (সাবেক টুইটার)-এ। কিন্তু এবার যেন সম্পূর্ণ উল্টো ছবি।
ঐশ্বর্যর এই চর্চিত রেড কার্পেট মুহূর্তের পরেও বিগ বি-র এক্স প্রোফাইল রয়ে গেল নিঃশব্দ। ঠিক আগের মতোই। কোনও মন্তব্য নেই, কোনও ছবি নেই—শুধুই একের পর এক নম্বর দেওয়া ‘ফাঁকা’ পোস্ট। এই নিরুত্তরতা যেন আরও বাড়িয়ে তুলছে রহস্য।
উল্লেখ্য, এপ্রিল ২২ তারিখে পাহেলগাম হামলার দিনই অমিতাভ তাঁর শেষ ‘শব্দযুক্ত’ পোস্ট করেছিলেন। তারপর থেকে চলছে এই ‘নীরব পোস্ট’-এর পর্ব। তবে এর মধ্যেই দু’-একবার এই স্তব্ধতা ভেঙেছেন তিনি—মে মাসে এক আবেগঘন পোস্টে নিরীহ পর্যটকদের হত্যার তীব্র নিন্দা করেন এবং নিজের বাবার, কবি হরিবংশ রাই বচ্চনের লেখা এক হৃদয়বিদারক কবিতা তুলে ধরেন, যেখানে ফুটে উঠেছিল মানবতা ও প্রতিবাদের সুর।
অন্য এক পোস্টে তিনি ভাগ করে নিয়েছিলেন ‘রামচরিতমানস’ থেকে তুলসীদাসের লেখা কিছু পঙক্তি, আরেক পোস্টে ভারতীয় সেনার বীরত্বকে কুর্নিশ জানিয়ে একটি কবিতার ছবি শেয়ার করেছিলেন।
পরবর্তী সময়ে, নিজের ব্লগে তিনি লেখেন—একটু বিরতির পর ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও যেন এক অলিখিত নিঃশব্দতা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ভক্তদের মনে প্রশ্ন জাগাচ্ছে বারবার।
একদিকে ঐশ্বর্যর ঝলমলে ‘রিটার্ন টু কান’, অন্যদিকে অমিতাভের মুখে তালা। এই দুই বিপরীত সুর কি শুধু কাকতালীয়? নাকি বচ্চন পরিবারে সত্যিই কিছু না বলা গল্প জমে রয়েছে?
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!