বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

Rajat Bose | ২১ মে ২০২৫ ১১ : ০২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার আকাশে রহস্যময় ড্রোন। সোমবার অন্তত আট থেকে দশটি ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা যায় আকাশে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্কবার্তা পাঠিয়েছে লালবাজার। নজরদারি শুরু হতেই ড্রোনগুলি পালিয়ে যায় বলে লালবাজার সূত্রে খবর।


প্রসঙ্গত, ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে ড্রোনের ঘোরাফেরা যথেষ্টই চিন্তার বলে লালবাজার সূত্রে খবর। লালবাজারের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও তদন্ত শুরু করেছেন এই বিষয়টি নিয়ে। জানা গেছে, ফোর্ট উইলিয়ামের কাছে ড্রোনগুলিকে উড়তে দেখা যায়। তাই বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কম‌্যান্ডের আধিকারিকরাও। ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, ‘‌এই বিষয়ে তথ্য মিলেছে। কলকাতার আকাশে দেখা গেছে বলে খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌


পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিক থেকে পর পর অন্তত আট থেকে দশটি ড্রোনকে আসতে দেখা যায়। সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি ঘরে। এর পর ড্রোনগুলি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। এর পর বেশ কয়েকটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে। আর কয়েকটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। হেস্টিংস থানার পুলিশই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে খবর দেয়। এর পর সতর্ক করা হয় ময়দান–সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। যদিও রাতেই ড্রোনগুলি পালিয়ে যায়। তবে সেগুলি কোথায় পালিয়েছে তা জানার জন‌্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। কোনও ভিডিও করার চেষ্টা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।

অন্তত ৪৫ মিনিট ধরে এই ড্রোনের ঘোরাফেরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার, সেনা ও বায়ুসেনা। এই বিষয়ে কেন্দ্র রিপোর্ট চেয়েছে কলকাতা পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, রিপোর্ট তৈরির কাজ চলছে কেন্দ্রকে পাঠানোর জন্য। 

 


Suspicious droneFound in KolkataLalbazar enquiry

নানান খবর

নানান খবর

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও

নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য

রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?

আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক

ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও

শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন

সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ

কিডনিতে ক্যান্সার: কিডনিকে সুরক্ষিত রেখে ল্যাপ্রোস্কপি দ্বারা নজির স্থাপন আর জি কর হাসপাতালে

ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য

ইন্টারভিউয়ে ডেকে সিগারেট অফার, সেদিনই বুঝেছিলাম আপনি থোড়া হটকে 

বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ 

সোশ্যাল মিডিয়া