
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ‘ভূত বাংলা’-র শ্যুটিং শেষ করে কেরলের মনোরম পরিবেশে এবার নতুন মিশনে নামলেন অক্ষয় কুমার। না, কোনও অ্যাকশন নয়—এইবার তিনি শুরু করলেন ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা!
সূত্রের খবর, পরিচালক অমিত রাই-কে সঙ্গে নিয়েই কেরলে ‘ভূত বাংলা’-র তিন দিনের গান শুট করেন অক্ষয়। আর সেখানেই চলেছে ‘ওএমজি ৩’-এর কনসেপ্ট নিয়ে টানা আলোচনা। খবর, ‘ওএমজি ৩’-এর জন্য অমিত রাইয়ের মাথায় একাধিক প্লট ছিল। সেই সব বিষয়ই তিনি বিশদে আলোচনা করেছেন অক্ষয়ের সঙ্গে। কেরলে থাকার পুরো সময়টাতেই দু’জনে এ ছবির গল্পের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেছেন।
লক্ষ্য একটাই—‘ওএমজি’ ও ‘ওএমজি ২’-এর সাফল্যকে ধরে রেখে এই সিরিজের তৃতীয় ছবিটিকে আরও শক্তপোক্ত ও প্রাসঙ্গিক করে তোলা। এবং শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনাও নাকি আপাতত রাখা রয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। সূত্র আরও জানিয়েছে, ওএমজি ৩ নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না নির্মাতারা। গল্পের গুণগত মানই প্রথম প্রাধান্য। পুরনো ধারার সঙ্গে সমকালীন নতুন উপাদান মিশিয়ে এমন এক চিত্রনাট্য তৈরি করার পরিকল্পনা চলছে, যা আগের ছবিগুলোর উত্তরসূরি হয়েও আলাদা এক মাত্রা তৈরি করবে।
এই মুহূর্তে পরিচালক অমিত রাই স্ক্রিপ্টের খসড়া তৈরি করছেন। কাস্টিং শুরু হবে ফাইনাল স্ক্রিপ্ট লক হওয়ার পর। তবে আগের দুই কিস্তির মতোই ‘ওএমজি ৩’-এও থাকবে কোর্টরুমের টানটান নাটক আর সমাজ নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।
এদিকে প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি ‘ভূত বাংলো’-র শুটিং শেষ করলেন অক্ষয় কুমার। কেরলে ওয়ামিকা গাববির সঙ্গে একটি গানের শ্যুটেই শেষ হল শেষ ল্যাপ। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ এপ্রিল। পরের শিডিউলে অক্ষয়ের ক্যালেন্ডারে রয়েছে একটি থ্রিলার, পরিচালক প্রিয়দর্শন, সহ-অভিনেতা সইফ আলি খান। এই ছবির শ্যুট শুরু হবে ২০২৫ সালের আগস্টে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হাউসফুল ৫’, যা আসবে ২০২৫ সালের ৬ জুন।
'মিত্তির বাড়ি' থেকে সোজা জেলে আটক অভিনেতা সোহেল দত্ত! কোন গুরুতর অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে?
ইনস্টাগ্রামে আনফলো, ছেলেকে নিয়ে পাহাড়ে নুসরত, সমুদ্রতটে যশ! সম্পর্কে কি উঁকি দিচ্ছে ভাঙনের ইঙ্গিত?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!