
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আল নাসরের হয়ে বড় কোনও সাফল্য পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩০ জুন সিআর সেভেনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আল নাসেরের। রোনাল্ডোর সঙ্গে আল নাসের কি চুক্তি সম্প্রসারণ করবে? নাকি পর্তুগিজ তারকা থেকে যাবেন সৌদি আরবেই? এর মধ্যেই রোনাল্ডোর ক্লাব বদলের খবর এসেছে।
এক স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামনেই ক্লাব বিশ্বকাপ। তার কথা মাথায় রেখে ব্রাজিলের একটি ক্লাব নাকি রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছে। তবে কোন ক্লাবের কাছ থেকে রোনাল্ডো প্রস্তাব পেয়েছেন তা কিন্তু জানানো হয়নি সেই স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদনে।
ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস এবং বোতাফোগো সুযোগ পেয়েছে ক্লাব বিশ্বকাপে। ১৪ জুন থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। শেষ হবে ১৩ জুলাই।
এই আবহেই রোনাল্ডোর ব্রাজিলের ক্লাবে খেলা নিয়ে কথা বলেছেন বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া। তাঁর মন্তব্যের পরে অনেকেই মনে করছেন ব্রাজিলের বোতাফোগোই হয়তো প্রস্তাব দিয়েছে রোনাল্ডোকে। এদিকে পাভিয়া বলছেন, ''ডিসেম্বরেই কেবল বড়দিন আসে। যদি রোনাল্ডো আসে, তাহলে ভাল খবর আমাদের জন্য। কোচরা ভাল খেলোয়াড় চান সবসময়ে।''
আল নাসেরে থাকাকালীন রোনাল্ডো গোল করেছেন। দেখিয়ে দিয়েছেন এখনও তিনি গোল করতে পারেন। সৌদিতে বড় কোনও ট্রফি জেতা হয়নি রোনাল্ডোর।
বোতাফোগোর কোচ আরও জানিয়েছেন, কেরিয়ারের এই শেষ বেলাতেও রোনাল্ডো কিন্তু গোলমেশিন। যে ক্লাবে সুযোগ বেশি তৈরি হয়, সেই ক্লাবে ভাল খেলবেন রোনাল্ডো। শেষ পর্যন্ত এই জল্পনা সত্যি হয় কিনা সেটাই দেখার। ২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এবার কি তাঁর জার্সির রং বদলাচ্ছে? সময় এর জবাব দেবে।
আর খেলতেই পারতেন না ফুটবল, 'মেরুদণ্ড শক্ত' করে ইস্টবেঙ্গলে এলেন তরুণ তুর্কি
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
আউট না হয়েও আউট পোড়েল! বাংলার ছেলে বলেই কি এই অবিচার? চলছে প্রবল চর্চা
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ