বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য

Riya Patra | ১৯ মে ২০২৫ ১৮ : ৫২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:আড়াই থেকে তিন হাজার শিক্ষক চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে চান।  বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান নিয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যালয়ে একথা বলেন তিনি। এবিষয়ে সহযোগিতা করতে ইচ্ছুক শিক্ষকদের একটি চিঠিও তুলে ধরেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, চিঠিতে ওই শিক্ষকরা জানিয়েছেন, সরকার যে আইনি পদক্ষেপগুলি নিচ্ছে বা তাঁদের পুনর্বাসন ও পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তার সঙ্গে তাঁরা সহমত পোষণ করছেন। অবস্থানরত শিক্ষকদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'মিডিয়ার মাধ্যমে জানতে পারি তাঁরা বলছেন পরীক্ষা দিতে চাই না। সসম্মানে স্কুলে ফিরতে চাই। পরীক্ষার বিষয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটার অবমাননা আমরা কীভাবে করব!' পাশাপাশি সসম্মানে স্কুলে ফেরার বিষয়ে সরকারের তরফে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, চাকরিহারা শিক্ষকদের মূল সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এবং রাজ্য সরকার গভীরভাবে সহানুভূতিশীল‌। 

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করাটা কোনো কাজের কথা নয়। আধিকারিকদের কাজ করতে দেওয়া হোক। ব্রাত্যর কথায়, 'যাঁরা চিঠি দিয়ে জানাচ্ছেন আমরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে চাই আমি তাঁদেরকেই বিশ্বাস করব।' নতুন করে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কোনও আলোচনা করা হবে কিনা সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'আলোচনা যা হওয়ার হয়ে গিয়েছে। নতুন করে আলোচনার কোনো অবকাশ নেই।' 

অবস্থানরত শিক্ষকদের উদ্দেশে ব্রাত্য বলেন, 'আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন। আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের 'পয়েন্ট'গুলো নিয়ে সেটার উপর ভরসা রাখুন। সরকার আপনাদের কাউকেই যোগ্য বা অযোগ্য বলেনি। সরকার তো ভাগাভাগি করতে পারে না। আমরা সার্বিকভাবেই রিভিউ পিটিশন দাখিল করছি। আপনারা অপেক্ষা করুন। সেইসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যেন আমরা পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ববান হোন।' শিক্ষামন্ত্রী জানান, তাঁর অফিস থেকে জানতে চাওয়া হয়েছিল কেন তাঁরা বসে আছেন। কোনও উত্তর পাওয়া যায়নি। সেইসঙ্গে লিখিতভাবে অবস্থানরত শিক্ষকদের থেকে কোনও দাবি তাঁর কাছে আসেনি বলে তিনি জানান। এদিন শিক্ষামন্ত্রী বলেন, চাল ও কাঁকর তিনি আলাদা করে বাছতে যাবেন না। তাঁর কাছে সবাই সমান। 

অবস্থানরত শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর আবেদন, 'এই ধরনের কোনো হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন।' ব্রাত্যর কথায়, 'এটা মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম। চাকরি খেতে চেয়েছে অন্য রাজনৈতিক দলগুলি।'


Bratya BasuSSCSSC Teachers Protest

নানান খবর

নানান খবর

শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও

রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?

আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক

ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও

শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন

সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ

কিডনিতে ক্যান্সার: কিডনিকে সুরক্ষিত রেখে ল্যাপ্রোস্কপি দ্বারা নজির স্থাপন আর জি কর হাসপাতালে

ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য

ইন্টারভিউয়ে ডেকে সিগারেট অফার, সেদিনই বুঝেছিলাম আপনি থোড়া হটকে 

বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ 

সোশ্যাল মিডিয়া