
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। মহম্মদ কাইফ মনে করছেন, এবার খরা কাটতে পারে বিরাট কোহলির। অন্যান্য বারের তুলনায় এবার ভাল জায়গায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ভারসাম্যের প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আরসিবির সাফল্যে বোলারদের বিশেষ কৃতিত্ব দেন। ১৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফে স্থান নিশ্চিত হয়ে যাবে। ইতিমধ্যেই ৫০৫ রান করে ফেলেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৫১০ রান সংগ্রহ করে একনম্বরে সূর্যকুমার যাদব।
মহম্মদ কাইফ বলেন, 'আরসিবি দল হিসেবে ভাল খেলছে। আমি টিম কথাটার ওপর জোর দিতে চাই। কারণ ওদের ব্যাটিং দল শক্তিশালী। তবে এবার বোলারদের ভাল ব্যবহার করেছেন রজত পতিদার। প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখার পাশাপাশি, ১৭০-১৮০ রান ডিফেন্ড করেছে।' আরসিবির বোলারদেরও কৃতিত্ব দেন ভারতের প্রাক্তনী। কাইফ বলেন, 'কোহলি যেমন খেলে তেমনই খেলছে। তবে বোলাররা বিশ্বাস জাগিয়েছে। ওরা বিশ্বাস করতে শুরু করেছে যে ওরাও জিততে পারে। যে দলের ভারসাম্য ভাল, তাঁদেরই জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা। আমার মনে হয়, এবার ওরা জিততে পারে।' কোহলির ক্যাবিনেটে বিশ্বকাপ আছে, দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, টি-২০ বিশ্বকাপও রয়েছে। শুধু নেই আইপিএল ট্রফি। ২০০৮ উদ্বোধনী আইপিএলে থেকে আরসিবিতেই খেলছেন। দলকে ২০১৬ আইপিএলের ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন হয়নি। এবার সেই লক্ষ্যপূরণের আশা।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
ফিরছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার, বড় সেটব্যাক দিল্লির