
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বালি খাদে সাঁতার শিখে সুইমিং পুলে দাপট। স্বপ্ন দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া।
খেলো ইন্ডিয়ায় পুরস্কার। জাতীয় স্তরে ১৮ বার সুযোগ পেয়ে এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় পান্ডুয়ার সাঁতারু পৃথা দেবনাথ।
চলতি বছরের ৫ মে বিহারের গয়ায় আয়োজিত হয়েছিল খেলো ইন্ডিয়া। সেখানে দেশের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানেই সাঁতারের ব্রেস্ট স্ট্রোক বিভাগে
অংশ নেন বাংলার মেয়ে পৃথা দেবনাথ। তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতে নেন পৃথা।
২০১৬ সালে মাত্র ৯ বছর বয়সে ব্যাঙ্গালোরে প্রথম ন্যাশনাল খেলে পৃথা। ২০১৭ সালে পুনেতে তাঁর প্রিয় ইভেন্ট ব্রেস্ট স্ট্রোকে রুপো জেতে। ২০১৬–২০২৫ সাল পর্যন্ত মোট ১৮ বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুলে নামে সে। ২০২৩ সালে ভোপালে প্রথম খেলো ইন্ডিয়ায় গিয়ে সেখানেও ব্রোঞ্জ জেতে। রাজ্য সরকারের কাছ থেকেও দুবার ‘খেলশ্রী’ পুরস্কার অর্জন করেছে। সেখানে তাঁকে আর্থিক সাহায্য করা হয়েছিল। মেয়ের খেলার জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছিল মা ঝুমাকে। রাজ্য সরকারের আর্থিক সাহায্যে সেই ঋণের টাকা শোধ হয়।
হুগলির সিমলাগড় চাঁপাহাটি কলোনির বছর ১৮–র পৃথা দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও বরাবরই আগ্রহী এই বঙ্গ তরুণী। তাঁর বাবা ভোলানাথ দেবনাথের সিমলাগর জিটি রোডের পাশে রয়েছে চায়ের দোকান। এই দোকান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই তিনি সংসার চালান। তবে মেয়ের খেলাধুলার জন্য কোন কিছুতে খামতি রাখেননি তিনি। মাত্র তিন বছর বয়সে পৃথাকে বাড়ির পাশে বিশাল বালি খাদে নিয়ে গিয়ে সেখানে সাঁতার শেখাতেন। তাঁর মা কিছুটা ভয় পেলেও বাবার ইচ্ছা ছিল মেয়েকে সাঁতার শেখানো। পরবর্তীতে মা মেয়েকে নিয়ে যেতেন সাঁতার শেখাতে। প্রায় ১৪ বছর ধরে চুঁচুড়া সুইমিংপুলে নির্মল দত্তের কাছে সাঁতার শেখে পৃথা। মেয়ের সাফল্যে গর্বিত তাঁর বাবা ও মা।
পৃথা বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমাকে সাঁতার শেখানো। সেইমতো আমাকে ছোটবেলা থেকে সাঁতার শেখাত। পরে মা আমাকে সুইমিং ও কম্পিটিশনে নিয়ে যায়। প্রতিদিন ভোর চারটের ট্রেন ধরে চুঁচুড়ায় সুইমিং শিখতে যাই। বাড়ি ফিরে স্কুল গিয়ে আবার বিকেলে সাঁতার শিখতে যাই। প্রায় ১৪ বছর ধরে সেখানেই সাঁতার শিখছি। আগামী দিনে ভারতের হয়ে খেলতে চাই।’ পৃথার মা ঝুমা দেবনাথ বলেন, ‘মেয়ে ছোট থেকে খেলাধুলা ভালবাসে। বিভিন্ন জায়গায় ন্যাশনাল খেলতে গিয়ে সেখান থেকে পুরস্কার পেয়েছে। ২০২৫ সালে গয়ায় ন্যাশনাল খেলতে গিয়ে সেখান থেকে ব্রোঞ্জ জয় করেছে। ন্যাশনাল গেমসে একবার দ্বিতীয় তৃতীয় হয়েছিল। তার জন্য রাজ্য সরকার তাঁকে পুরস্কৃত করে এবং ৩ লাখ টাকা আর্থিক সাহায্য করে। মেয়ের খেলার জন্য লোন নিতে হয়েছিল। সেই লোনের সমস্ত টাকা শোধ করেছি। ইচ্ছা রয়েছে মেয়ে অলিম্পিক খেলে দেশের নাম উজ্জ্বল করুক।’
'অপরিষ্কার সহ্য হয় না', বিনা পারিশ্রমিকে এলাকার ঝাড়ু হাতে আশার আলো তিনি
বজ্রাঘাতে প্রাণহানি রুখতে উদ্যোগী শিক্ষক, ৭৫ হাজার গাছ পুঁতে গ্রামবাসীদের মন জয়
নোড়া দিয়ে দুই সন্তানের মাথা থেঁতলে দিল মা, শেষমেশ ভয়ঙ্কর পরিণতি, নদিয়ায় হাড়হিম কাণ্ড
মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, লণ্ডভণ্ড হুগলি চুঁচুড়া পুরসভার দুটি ওয়ার্ড
সুন্দরবনের আকাশেও রহস্যময় ড্রোন! রহস্যের কিনারা পুলিশের
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ