
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটে এক যুগের অবসান। রোহিত শর্মার পর লাল বলের ক্রিকেট থেকে সরে গেলেন বিরাট কোহলি। গত পাঁচ দিনে যে আধুনিক ক্রিকেটের দুই মহারথী টেস্টকে বিদায় জানাবে, সেটা গুণাক্ষরে টের পাওয়া যায়নি। এবার পর্দার আড়ালে রোহিত এবং বিরাটের সঙ্গে বিসিসিআইয়ের কর্তাদের কথোপকথন ফাঁস হল। ৭ মে মুম্বইয়ে বোর্ডের বৈঠকের পর টেস্ট থেকে রোহিত শর্মা অবসর ঘোষণা করেন। তার পরের দিনই আসে আরও বড় চমক। লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইচ্ছাপ্রকাশ করেন কোহলি। যদিও তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে বিসিসিআইয়ের কর্তারা।
একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী, রোহিতকে অবসর নেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল বোর্ড। বলে দেওয়া হয়, লাল বলের ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনার নেই রোহিত। কিন্তু ইংল্যান্ড সফরের জন্য দলে বিরাটকে চেয়েছিল নির্বাচক মণ্ডলী। সেই কারণেই তাঁকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করা হয়। কিন্তু শেষপর্যন্ত কর্ণপাত করলেন না বিরাট। যদিও তারকা ক্রিকেটারের সিদ্ধান্তে খুব বেশি হস্তক্ষেপ করতে চায়নি বোর্ড। জানানো হয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন রোহিত। কিন্তু তার চারদিন পরই যে ভারতীয় ক্রিকেটে আরও একটি নক্ষত্রপতন হবে ভাবা যায়নি। ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় কোহলির। শেষ টেস্টও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিরাটের নেতৃত্বে দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে টেস্টে রোহিতের উত্তরসূরি হিসেবে এগিয়ে শুভমন গিল। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ভাল নেতৃত্ব দিচ্ছেন। একদিনের ক্রিকেট এবং টি-২০ তে তিনি ভারতের সহ অধিনায়ক। সুতরাং, দৌড়ে এগিয়ে গিল।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের