
শুক্রবার ২৩ মে ২০২৫
গোপাল সাহা: ক্যানসার মানেই যে মৃত্যুদণ্ড নয় এমনটা প্রমাণ করার পূর্ণ প্রচেষ্টা ও সমাজ সচেতনতার অঙ্গীকার নিয়ে এবার পথে নামলেন একাধিক সিনিয়র চিকিৎসক। ক্যানসারে আক্রান্ত রোগীরা প্রকৃত চিকিৎসায় জীবনের মূল স্রোতে ফিরে আসা এবং সুস্থ হওয়া সম্ভব বলে পূর্বেও জানিয়েছিল চিকিৎসা বিজ্ঞান। এবার সেই রোগ সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করতে এবং আশার বার্তা ছড়িয়ে দিতে একাধিক পদক্ষেপ 'ক্যানসার কেয়ার এন্ড কেয়ার সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলে'র চিকিৎসকদের যৌথ উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে চিকিৎসকরা পরিষ্কার জানান, আর পাঁচটা রোগের মত ক্যানসারও নিরাময় করা সম্ভব। এর জন্য প্রয়োজন রোগী ও তাঁর পরিবারকে সচেতন থাকা এবং চিকিৎসা ঠিকমতো করানো।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের প্রকোপ ক্রমাগত বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের পরিসংখ্যান অনুযায়ী ২০৩০-এর মধ্যে প্রত্যেক ঘরে কমপক্ষে একজন করে ক্যানসার আক্রান্ত রোগী থাকবে বলে অনুমান। শেষ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা নতুন করে ১৪ লক্ষ ৬১ হাজার ৪২৭। শেষ ২০২৩-এর পরিসংখ্যান অনুযায়ী এই রোগে পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় স্থানাধিকারী।
উল্লেখ্য, এ রোগের চারটি স্টেজ বা ধাপ যার মধ্যে প্রথম তিনটি ধাপ সঠিক সময় চিকিৎসায় সুস্থ হয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসা সম্ভব, তবে চতুর্থ স্টেজে সঠিকভাবে চিকিৎসা হলে তুলনামূলক সুস্থ থাকা যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে 'ক্যানসার কেয়ার এন্ড কিওর সোসাইটি অফ ওয়েস্টবেঙ্গলে'র চিকিৎসক সায়ন পাল (সিনিয়র ক্যানসার স্পেশালিস্ট) বলেন, "এই রোগ প্রথম ধাপে ধরা পড়লে বা ঠিকমতো চিকিৎসা হলে সুস্থ হওয়া সম্ভব। অযথা সময় নষ্ট না করে এবং হোমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসা না করে সঠিকভাবে চিকিৎসা হলে জীবনের মূল স্রোতে ফিরে আসা যায়।"
এ বিষয়ে তিনি আরও বলেন, "আমরা এই রোগের চিকিৎসা ও সচেতনতার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছি। মানুষকে মাথায় রাখতে হবে এই রোগের প্রকৃত চিকিৎসা সম্ভব। তাঁদেরকে দূরে সরিয়ে রাখলে হবে না। কোনও ভাবেই অবহেলা নয় এবং করুণা নয়। আর পাঁচটি মানুষের মতো তাঁরাও সমাজের সমস্ত জায়গায় যুক্ত থাকার অধিকারী। আর পাঁচটি রোগের মত এই কর্কট অর্থাৎ ক্যানসার রোগও সুস্থ হয়। তাঁদের জন্য চাই সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা। অবহেলা নয়"।
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক
ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও
শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন
সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ