রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

RD | ০৪ মে ২০২৫ ১৯ : ০৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর। চাপা পড়ে মৃত্যু হল তিন রোগীর। গুরুতর জখম বহু। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করে সিভিল ডিফেন্স এবং টাটার বিপর্যয় মোকাবিলা বাহিনী। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। 

এলাকার বৃহত্তম মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাসপাতালটি প্রায় ৫৫ বছরের পুরনো এবং তার অবস্থা জরাজীর্ণ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিন তলার মেডিসিন ডিপার্টমেন্টের করিডরে কয়েকজন রোগীকে রাখা হয়েছিল। হঠাৎই গোটা করিডরটি ভেঙে পড়ে। শুধু তিন তলা নয়, একই সময় দোতলা এবং একতলার করিডরের একাংশও ভেঙে পড়ে। জামশেদপুরের ডেপুটি কমিশনার অনন্য মিত্তল বলেছেন, "ধ্বংসস্তূপের নীচে ১৫ জন রোগী চাপা পড়ে যান। ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দু'জনের সেখানেই মৃ্ত্যু হয়। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও এক রোগীর।"

এর রোগীর কথায়, "আমরা সেখানে বসে ছিলাম এবং হঠাৎ একটা আওযাজ শুনতে পেলাম। তারপর একটি বিশাল জায়গা ভেঙে পড়তে দেখলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই মেঝে ভেঙে পড়তে শুরু করে এবং ছড়িয়ে পড়ে। পুরো করিডোরটি ভেঙে পড়ে। সেখানে বসে থাকা আমাদের চার বন্ধু তখনই চলে গেলেন। আমার বিছানার কাছে এসে ফাটলটি থেমে গেল।"

স্থানীয়রা এবং বিরোধী নেতারা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। ভবনের ক্রমশ খারাপ অবস্থা নিয়ে সব ধরের সতর্কতা উপেক্ষা করা হয়েছে বলে তাদের অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেছেন, "সরকারি অবহেলার কারণে নিরীহ মানুষগুলির প্রাণহানি ঘটেছে।" ঝাড়খণ্ড বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি উচ্চ-পর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

ঝাড়খণ্ড সরকার মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটি। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। 

আহত ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'জামশেদপুরের এমজিএম হাসপাতালের জরাজীর্ণ ভবনের একাংশ ভেঙে পড়ে রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহতদের আত্মাকে শান্তি দিক মারাংবুরু এবং তাঁদের পরিবারবর্গকে এই শোক সহ্য করার শক্তি দিক, এই কামনা করি।' 


JharkhandJamshedpur Mahatma Gandhi Memorial Hospital

নানান খবর

নানান খবর

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সবকটি বিষয়েই ফেল ছেলে, দমতে নারাজ বাবা-মা, কেক কেটে হল উদযাপন!

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

সোশ্যাল মিডিয়া