শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ৩০ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল।
ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম অবশেষে মুখ খুললেন। জানিয়ে দিলেন, তিনি এবং তাঁর স্বামী কারুং ওঙ্খোলের মধ্যে বৈবাহিক সম্পর্ক আর নেই। পারস্পরিক সম্মতিতে তাঁরা বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করে ফেলেছেন। ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সে কথা জানত না কাকপক্ষী। আজ বুধবার সরকারি ভাবে সেই ঘোষণা করে দিলেন অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম।
বিবাহবিচ্ছেদ জল্পনার মধ্যেই আরও একটি বিষয় নিয়ে চর্চায় ছিলেন মেরি কম। শোনা যাচ্ছিল, নতুন এক সম্পর্কে জড়িয়েছেন মেরি। নিজের ব্যবসায়িক সহযোগী এবং মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান হীতেশ চৌধুরি তাঁর নতুন প্রেমিক। হিতেশ আবার মেরির এক সতীর্থের স্বামীও।
সুপ্রিম কোর্টের আইনজীবী রজত মাথুরের লেটারহেডে দুই পৃষ্ঠা সম্বলিত বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেশের বিখ্যাত মহিলা বক্সার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। দুই পাতার সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাবে বলা রয়েছে, তাঁর এবং কারুং ওঙ্খোলের মধ্যে বিচ্ছেদ পারস্পরিক সম্মতিতেই হয়ে গিয়েছে এবং তা চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই। তিনি এগিয়ে যেতে চান এবং তাঁর অতীত সম্পর্ক এবং বিয়ে নিয়ে কোনও মন্তব্য আর করতে চান না। বিজ্ঞপ্তিতে একথাও বলা হয়েছে, হীতেশ চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে চর্চা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
To Whom It May Concern pic.twitter.com/AhY9zM9ccG
— Dr. M C Mary Kom OLY (@MangteC) April 30, 2025
সেই বিজ্ঞপ্তির মাধ্যমে মেরি কম সংবাদমাধ্যমকেও বার্তা পাঠিয়েছেন। তাঁর গোপনীয়তাকে যাতে রক্ষা করা হয়, সেই অনুরোধের পাশাপাশি, ভুল তথ্য পরিবেশন থেকে মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বিরত থাকারও আবেদন জানিয়েছেন মেরি কম।
তাঁর এহেন অনুরোধ যদি না মানা হয়, সেক্ষেত্রে মানহানি এবং গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘন করার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন মেরি কম।
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার ২০০৫ সালে বিয়ে করেছিলেন কারুং ওঙ্খোলকে। তারপর দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। চার সন্তান রয়েছে তাঁদের। কিন্তু সমস্যার সূত্রপাত ২০২২ সালে মণিপুর বিধানসভা ভোটে ওঙ্খোলের হারের পর থেকেই শুরু হয়। গত দু' বছর অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে, সে কথাও উল্লেখ করেছেন মেরি কম।
২০০০ সালে মেরি এবং ওঙ্খোলের পরিচয়। তার পরে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে। ওঙ্খোল ছিলেন ফুটবলার। বক্সার মেরির উজ্জ্বল সম্ভাবনা থাকায় নিজের স্বপ্ন জলাজ্ঞলি দেন ওঙ্খোল। দু'জনের পথ অবশেষে আলাদা হয়ে গেল। ভেঙে গেল দু'দশকের সংসার।
নানান খবর

নানান খবর

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

ঘরোয়া ক্রিকেট মাতানো তারকার জন্য জাতীয় দলের দরজা খুলতে চলেছে, ইংল্যান্ড সফরে ৩৫ জনের দলেও নেই আইপিএলের দুই সুপারস্টার

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা