শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | প্লে অফে উঠতে পারবে কেকেআর? কী বলছে অঙ্ক?

Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৫ ১৫ : ৪৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: শনিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তাদের সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী কঠিন হয়ে গিয়েছে কেকেআরের আইপিএল প্লে-অফের রাস্তা।  শনিবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা কেকেআরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। প্লে-অফে যাওয়ার আশাকে টিকিয়ে রাখতে হলে বাকি থাকা পাঁচটি ম্যাচেই জয় পেতে হবে নাইটদের।

শেষ কয়েকটি ম্যাচে দল গঠনে একাধিক পরিবর্তন এনেছে কেকেআর ম্যানেজমেন্ট। রামানদীপ সিং এবং মঈন আলিকে বাদ দিয়ে শনিবার খেলানো হয়েছিল চেতন সাকারিয়া এবং রভম্যান পাওয়েলকে।

উল্লেখ্য, শনিবার পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় নামে ঝড়-বৃষ্টি। তাতে শহর কলকাতায় স্বস্তি নামলেও পাঞ্জাবের স্বস্তি হল না। ২০১ রান করেও এক পয়েন্ট নিয়ে কেউ কি স্বস্তিতে থাকতে পারে? দুই পাঞ্জাবী ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে অন্য এক আশঙ্কা তৈরি হয়েছিল।

নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব হয়তো আড়াইশো বা তার বেশি রান করে ফেলবে। কোনও নাইট বোলারকেই দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরমন রেয়াত করেননি। ওপেনিং জুটিতে তাঁরা তোলেন ১২০ রান। প্রিয়াংশ মাত্র ৩৫ বলে ৬৯ রান করেন। ৪৯ বলে ৮৩ রানে ফিরে যান প্রভসিমরন সিং।

প্রভসিমরন যখন ফিরে যান, তখন পাঞ্জাবের রান ছিল ২ উইকেটে ১৬০। রানের শিখরে পৌঁছনোর বড় সুযোগ ছিল পাঞ্জাবের সামনে। অধিনায়ক শ্রেয়সের সঙ্গে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল।

এর পরেও পাঞ্জাব অবশ্য আড়াইশোয় পৌঁছতে পারেনি। রান তাড়া করতে নেমে কলকাতা এক ওভারে সাত রান করার পরে শুরু হয় বৃষ্টি-ঝড়। সেই ঝড়-বৃষ্টি আর থামেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। দুই দলের ঝুলিতেই গেল এক পয়েন্ট। 




নানান খবর

নানান খবর

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

'এত কোহলির কাছেও নেই', মজার ছলে সূর্যবংশীকে ট্রোল সতীর্থের

প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে আরসিবির শঙ্কা বৃষ্টি, পয়েন্টের স্বপ্নে জল ঢালতে পারে আবহাওয়া

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

সোশ্যাল মিডিয়া