মঙ্গলবার ০১ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৫ ০২ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। জোড়া ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। প্লে অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে হবে। একটি হারলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। দুটি হারলে কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনা শেষ। কিন্তু মঈন আলি মনে করেন, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে নাইটদের। পাঁচ ম্যাচ হেরে সাত নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল। কিন্তু এখনও আশা ছাড়ছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। পাঞ্জাব ম্যাচের আগে মঈন আলি বলেন, 'অবশ্যই এখনও আমাদের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে মুম্বইয়ের শুরুটাও ভাল হয়নি। পরপর চার ম্যাচ জিতে ওরা এখন উড়ছে। আমাদের একই মাইন্ডসেট থাকা উচিত। আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি। আমাদের বাকি ম্যাচের মধ্যে বেশিরভাগ জিততে হবে। এই দল আগেও সেটা করে দিয়েছে। তবে সেটা করতে সংকল্প এবং বিশ্বাস দরকার।'
ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হচ্ছে কেকেআরকে। হিমশিম খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং। মুল্লানপুরে শেষ ম্যাচে ১১২ রান তাড়া করতে নেমে একটা সময় ২ উইকেটে ৬২ রান ছিল কেকেআরের। এই জায়গা থেকে ম্যাচ হারে। মাত্র ৩৩ রানে ৮ উইকেট হারায়। তার আগে লখনউয়ের বিরুদ্ধেও ভাল জায়গায় থেকেও হারতে হয়েছে। ম্যাচ শেষ করতে সমস্যা হচ্ছে নাইটদের। ব্যর্থ হচ্ছে ফিনিশাররা। কিন্তু দলের তারকা অলরাউন্ডার মনে করেন, সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। মঈন আলি বলেন, 'কয়েকদিন আগেই আমরা প্রায় ২৪০ রান তাড়া করে ফেলছিলাম। সুতরাং, মাঝে আমরা ভাল খেলছিলাম। সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। শেষ দুটো ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি, খুব বেশি ম্যাচ জিততে পারব না। আমাদের খেলাটা উপভোগ করতে হবে। প্লেয়ারদের ওপর অত্যধিক চাপ রয়েছে। তবে সেটা কাটিয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে। আমাদের সুনীল নারিনের মতো আগ্রাসী থেকে শুরু করে অজিঙ্ক রাহানের মতো ক্লাসিক প্লেয়ার আছে। অঙ্গকৃষ রঘুবংশী খুব ভাল খেলছে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আমি আছি। আইপিএলে আমাদের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা। তবে দল হিসেবে আমরা ভাল খেলতে পারিনি। এবার চাকা ঘোরানোর পালা।'
মুল্লানপুরে একা যুজবেন্দ্র চাহাল শেষ করে দিয়েছিল কেকেআরকে। চার উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান। তবে সেই নিয়ে আর ভাবতে চান না মঈন। ঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে পাঞ্জাবের স্পিনারের মুখোমুখি হতে চান। মঈন বলেন, '৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ গিয়েছিল। আগে সবাই বহুবার চাহালকে খেলেছে এবং ভাল করেছে। কিন্তু সেদিন আমরা ওকে খেলতে পারিনি। কিন্তু হয় ভাবতে হবে ও আমাদের আবার শেষ করে দেবে, নয়তো আত্মবিশ্বাস নিয়ে ওর মুখোমুখি হতে হবে। আশা করব আমরা এবার ভাল খেলতে পারব। ও ভাল বোলার। কিন্তু সেই ম্যাচের আগে ও কিছুটা নড়বড়ে ছিল। একটা ইনিংস আত্মবিশ্বাস ফেরাতে পারে। আশা করব এবার সেটা আমাদের ক্ষেত্রে হবে।' ঘরের মাঠে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখতে বদ্ধপরিকর নাইটরা।

নানান খবর

দেহে তৈরি হচ্ছে নিঃশব্দ ঘাতক, হেলাফেলা করলেই বন্ধ হয়ে যাবে আপনার হৃদয়

চেন্নাইয়ে ধোনির পরিবর্তে কি সঞ্জু? ঘটনা সেই দিকেই মোড় নিতে চলেছে

নেই প্রয়োজনীয় পরিকাঠামো, মৃত্যু প্রসূতি ও শিশুর, নামী বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল

সাত বছর পূর্ণ করল প্রযোজনা সংস্থা মোজোটেল, নতুন কোন চমক নিয়ে আসছেন মা-মেয়ে জুটি সুমনা ও এহসাস কাঞ্জিলাল?

উইম্বলডনে রেকর্ড গড়লেন এই অনামী তরুণ, চিনে নিন ফ্রান্সের পেরিকার্ডকে

জোহরান মামদানি কি বিশ্বের সমাজতন্ত্রীদের আশার আলো দেখাচ্ছেন?

সেভ ড্রাইভ সেফ লাইফ প্রচারে অভিনব উদ্যোগ, চুঁচুড়া-চন্দননগরের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা

সাপেরাও কি প্রেমে পড়ে? না সবই গল্পগাঁথা? মধ্যপ্রদেশের ভাইরাল ঘটনা ঘি ঢালল আগুনে

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরবিসিই দায়ী, জানাল বিশেষ ট্রাইব্যুনাল

আচমকা ছুরি হাতে আক্রমণ! যুবকের অস্বাভাবিক আচরণে ভীত সন্ত্রস্ত জার্মানবাসী

বন্ধ হয়ে যাবে রেশন, যদি না করেন এই কাজটি

টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে ভয়ঙ্কর তকমা স্টোকসের, এজবাস্টনে শূন্য থেকে শুরু করতে চান

কিনতে হবে নতুন ঘড়ি, নতুন উপহার দিতে চলেছে পৃথিবী

ভোর রাতে অলৌকিক ঘটনার সাক্ষী রূপসা চক্রবর্তী! ঘুমের ঘোরে আচমকা কী দেখলেন পর্দার 'কৌশিকী মুখার্জি'?

‘ও কী বস-এর সঙ্গে প্রেম করছে?’, সন্দেহে লিভ-ইন পার্টনারকে খুন করে পাশে ঘুমোলেন যুবক

দ্বিতীয় টেস্টে গিলের দলে তিনটি পরিবর্তন! কারা ঢুকছেন? কারাই বা বেরোচ্ছেন?

ঘরের মধ্যে পরপর পড়ে রয়েছে দেহ, হাওড়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে চমকে উঠল পুলিশ, কী হয়েছিল!

আলাদা হচ্ছে দীপশ্বেতা-কৌশিকের পথ! বিয়ের তিন বছরের মধ্যেই কেন এই সিদ্ধান্ত?

এজবাস্টনে এ কী কাণ্ড? দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় পেসারদের হাতে বিশেষ অস্ত্র

'ওর মৃত্যু স্বাভাবিক নয়', বিস্ফোরক মন্তব্য পরিবারের! হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

দেশের এই নতুন লিগে খেলতে দেখা যাবে পন্থকে, জেনে নিন বিস্তারিত

ভূত-প্রেত তাড়াতে গর্ভবতীকে ধর্ষণ! ওঝার কীর্তি ফাঁস হতেই মহা-শোরগোল

চ্যাটজিপিটি শোধ করল ২০ লাখ টাকা, বিশ্বজুড়ে হইচই ফেললেন এই মার্কিন মহিলা