শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের মধ্যে সপ্তাহান্তে দু-একদিনের জন্য বা ছোট ছুটি কাটানোর তালিকায় প্রথম সারিতেই উঠে আসে মুর্শিদাবাদের নাম। কিন্তু বাংলা নববর্ষের দিন-সহ চার দিনের ছুটিতে সেই নবাব নগরী মুর্শিদাবাদ এবার প্রায় পর্যটকশূন্য থাকল। এর ফলে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মুর্শিদাবাদের একাধিক মানুষের । টানা ছুটি থাকা সত্ত্বেও সেভাবে দেখা মিলল না পর্যটকদের। আবার কবে পর্যটকরা ভিড় জমাবেন সেই আশায় দিন গুনছেন পর্যটন ব্যাবসার সঙ্গে জড়িতরা।
মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল পার্ক, জগত শেঠের বাড়ি, কাঠগোলাপের বাগান, কাটরা মসজিদ, খোশবাগ এবং অন্যতম জনপ্রিয় একান্ন পীঠের এক পীঠ কিরিটেশ্বরী মন্দির। সারা বছরই কমবেশি পর্যটকদের ভিড় লেগে থাকে মুর্শিদাবাদের এই পর্যটন স্থানগুলিতে। গত কয়েকদিনে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় পরিস্থিতির যে অবনতি হয়েছিল তার জন্য আগে থেকে পরিকল্পনা করা সত্ত্বেও বহু পর্যটক পা রাখলেন না নবাব নগরীতে।
হোটেল, রেস্তোঁরা থেকে শুরু করে গাড়ি, অটো, টোটো চালকরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি পর্যটক গাইড বা ফটোগ্রাফার সকলের কপালেই ভাঁজ পড়েছে, সঙ্গে টান পড়েছে পকেটে। বিগত কয়েকদিন ধরে সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় যে অশান্তির ছবি ধরা পড়েছে, তারই আঁচ পড়েছে বহরমপুর ও লালবাগ-সহ আশেপাশের বিভিন্ন পর্যটনস্থলে।
যদিও সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন ,যে জায়গায় অশান্তির আবহ চলছে তার থেকে অনেকটাই দূরে এই পর্যটনস্থলগুলি। কিন্তু ভিন রাজ্য বা জেলায় বসে পর্যটকরা বিভিন্ন মিডিয়া এবং সমাজমাধ্যমে যে ছবি দেখেছেন তাতে আগে থেকে পরিকল্পনা করা থাকলেও অনেকে তা বাতিল করছেন। সুমিত সাহা নামে হাজারদুয়ারি প্যালেসের নিকটবর্তী এক দোকান ব্যবসায়ী জানান,' আমরা অনেক আশা রেখেছিলাম গত চার দিনের লম্বা ছুটিতে পর্যটকদের ঢল নামবে মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং তার আশেপাশের পর্যটন কেন্দ্রগুলিতে। কিন্তু এবারে আমরা খুবই হতাশ। সম্ভবত মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতির কারণে পর্যটকরা এখানে আসতে ভয় পাচ্ছেন।'
হাজারদুয়ারি দেখতে আসা পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করেন রাজু ধর। তিনি বলেন, 'চার দিনের লম্বা ছুটিতে হাতে গোনা কয়েকজন পর্যটক এসেছেন হাজারদুয়ারিতে। টিভি এবং সমাজমাধ্যমে যে সমস্ত গন্ডগোলের ছবি দেখা যাচ্ছে তাতেই সম্ভবত পর্যটকরা আতঙ্কিত হচ্ছেন। কিন্তু সবাইকে বলব এখানে ঝামেলা বা অশান্তি নেই। এই অঞ্চল সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। আপনারা নির্ভয়ে মুর্শিদাবাদ ভ্রমণে আসতে পারেন।'
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, 'প্রশাসনিক পদক্ষেপে দ্রুত স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি। পর্যটকরা নির্ভয়ে এই জেলায় আসতে পারেন। '
জেলা পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকায় আবার নতুন করে আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত নবাব নগরীর মানুষজন। এপ্রিল মাসে এই সপ্তাহান্তেই রয়েছে সরকারি ছুটি। তাই ভয়, কুণ্ঠা কাটিয়ে আবারও আগের মতই পর্যটকের ঢল নামবে মুর্শিদাবাদের মাটিতে। এটাই আশা সকলের।
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও