শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্রিভি রিহ-এ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮, শিশু ৯ জন

SG | ০৫ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৯ জন শিশু বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লাইসাক জানিয়েছেন, একটি আবাসিক এলাকায়, শিশুদের খেলার মাঠের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। “এমন এক বেদনা, যা আপনার শত্রুরও প্রাপ্য নয়,” গভর্নর লাইসাক টেলিগ্রামে লিখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া, তবে যাচাই না হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়— ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে রাস্তায় পড়ে আছে কিছু নিথর দেহ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এটি ছিল একটি “নির্ভুল উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা”, লক্ষ্য ছিল একটি রেস্তোরাঁ যেখানে, মস্কোর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা ও পশ্চিমী প্রশিক্ষকেরা বৈঠক করছিলেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, এই হামলায় পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রমাণ সংগ্রহ করছে। তিনি বলেন, “রাশিয়ার এই যুদ্ধাপরাধের প্রমাণ সংরক্ষণে পুলিশ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের বক্তব্য রেকর্ড করছে।”

এর আগে শহরটিতে একটি আলাদা ড্রোন হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন বলে গভর্নর লাইসাক জানান।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি এই শিল্পশহর ক্রিভি রিহ-তেই জন্ম ও বেড়ে ওঠেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই যুদ্ধের একটিমাত্র কারণ— রাশিয়া যুদ্ধবিরতি চায় না, এবং আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব তা দেখছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন এখনও শেষ হয়নি। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। এএফপি জানায়, চলতি বছর একসময় মার্কিন ও ইউক্রেনের যৌথ প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতিও প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগর অঞ্চলে যেকোনো সম্ভাব্য বিরতির শর্ত হিসেবে ক্রেমলিন পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ দ্রুত শেষ করতে চাপ দিয়ে আসছেন, তবে এখনো কোনো শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেননি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমরা দীর্ঘ আলোচনায় জড়াব না, যদি না রাশিয়া শান্তি নিয়ে আন্তরিক বার্তা দেয়। আমরা খুব শিগগিরই বুঝে যাব রাশিয়া শান্তি চায় কি না।”

ফ্রন্টলাইন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের ক্রিভি রিহ শহরটি এই যুদ্ধ চলাকালীন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।


Kryvyi RihRussiaUkraine

নানান খবর

নানান খবর

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

বিশ্বের সেরা জাফরান: কাশ্মীর, ইরান না স্পেন? জেনে নিন

টিকটক বনাম টাম্বলার: জেন-জেডের হৃদয়ভাঙা দুই পর্ব

প্রেস স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্যালেস্তাইনের সাংবাদিকদের ওপর ইজরায়েলের দমন অভিযান অব্যাহত

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

সোশ্যাল মিডিয়া