শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ইডেনে ভেঙ্কটেশ ঝড়, ২০০ রানে শেষ করল কেকেআর

Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ১৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। ওয়াংখেড়েতে ব্যাটিং ব্যর্থতার পর ইডেনে দুশো। চার, ছয়ের বন্যা। শেষ পাঁচ ওভারে রিঙ্কু-ভেঙ্কটেশ ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল সানরাইজার্স। বল পড়লেই চার, ছয়। ১৯তম ওভারে প্যাট কামিন্সকে পিটিয়ে ছাতু করলেন ভেঙ্কটেশ। ২৫ বলে ৫০। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক অর্ধশতরান। শেষমেষ ২৯ বলে ৬০ রান করে আউট হন আইয়ার। ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রানে শেষ করে কেকেআর। শুরুতে জোড়া উইকেট হারিয়েও বড় রান কলকাতা নাইট রাইডার্সের। ইডেনের নৈশালোকের আলোয় এই রান তাড়া করে জেতা সহজ হবে না সানরাইজার্স হায়দরাবাদের। শুরুটা করেন রাহানে-রঘুবংশী। শেষটা ভেঙ্কটেশের। মেগা নিলামে বিশাল অঙ্কে তাঁকে কেকেআরে ফেরানোর পুরস্কার দিলেন আইয়ার। পাঁচ নম্বরে নেমে দুর্দান্ত ইনিংস। শেষ পাঁচ ওভারে ৭৮ রান যোগ করে। 

গত দু'দিন পিচ নিয়ে বহু চর্চা হয়েছে। টার্নিং উইকেট চেয়েছিল কেকেআর। নাইটদের তিন স্পিনার নিয়ে খেলা দেখে মনে হয়েছিল, পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। কিন্তু প্রথম ইনিংসে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এক উইকেট পেলেও প্রচুর রান দেন জিশান আনসারী। অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন। কিন্তু পরের বলেই রঘুবংশীর ক্যাচ ফেলেন নীতিশ রেড্ডি। তবে তার খেসারত দিতে হয়নি। বাড়তি সাত রান যোগ করেন তরুণ ব্যাটার। ৩০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন রঘুবংশী। আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান। তাও আবার গুরুত্বপূর্ণ সময়। 

১৬ রানে জোড়া উইকেট হারানোর পর নেমেছিলেন। এদিনও ব্যর্থ কুইন্টন ডি কক (১) এবং সুনীল নারিন (৭)। তৃতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ৮১ রান যোগ করেন অঙ্গকৃষ। নাইটদের ম্যাচে ফেরায় এই জুটি। তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স এবং মহম্মদ সামি। উদ্বোধনী ম্যাচেও রান পেয়েছিলেন রাহানে এবং রঘুবংশী। ম্যাচ ইডেনে ফিরতেই আবার রানে ফিরলেন দু'জন। নাইটদের বড় রানের মঞ্চ তৈরি করে দেন। চার চারটে বড় ছক্কা হাঁকান রাহানে। ২৭ বলে ৩৮ রান করেন কেকেআরের অধিনায়ক। পাওয়ার প্লের শেষে ২ উইকেটে ৫৩ রান ছিল নাইটদের। কিন্তু জীবন ফিরে পাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ অঙ্গকৃষ। রাহানে, রঘুবংশী ফিরতেই রানের গতি কমে। ১৫ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে রান ছিল ১২২। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। আগের ম্যাচে প্রথমে ব্যাটিং নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়। এদিন কোনও ভুল করেননি। নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠান। ভারতের জার্সিতে প্রত্যাবর্তনে ক্রিকেটের নন্দনকাননে খেলা হয়নি সামির। কিন্তু এদিন ঘরের মাঠে ফেরেন। এক উইকেটও তুলে নেন। হায়দরাবাদের ফিল্ডিং জঘন্য। একাধিক চার গলায় ফিল্ডাররা। ক্যাচও ফেলেন। দীর্ঘদিন পর আবার চেনা ছন্দে রিঙ্কু সিং। রানে ফেরেন ভেঙ্কটেশ আইয়ারও। শেষ পাঁচ ওভারে ঝড় তোলে দুই বাঁ হাতি নাইট। প্রথম ওভারেই রঘুবংশীকে ফেরান কুশল মেন্ডিস। কিন্তু তাঁকে আর বলই দেননি কামিন্স। ১৭ বলে ৩২ রানে অপরাজিত রিঙ্কু।


Venkatesh IyerKolkata Knight RidersEden GardensIPL 2025

নানান খবর

নানান খবর

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

সোশ্যাল মিডিয়া