রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৫ ১২ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতেই পিচ বিতর্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর পিচ নিয়ে খুশি ছিল না কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। কিন্তু পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়ে দেন, পরের ম্যাচগুলোতেও উইকেটের চরিত্রে কোনও পরিবর্তন হবে না। এই নিয়ে গত দু'দিন ধরেই চর্চা চলছে। কিন্তু বিষয়টিকে ভালভাবে নেননি নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা সাইমন ডুল। বরং, কলকাতার পিচ কিউরেটরের এহেন মন্তব্যে চটেই যান। সরাসরি জানান, এরকম চলতে থাকলে কেকেআরের কলকাতার বাইরে গিয়ে খেলা উচিত। স্টেডিয়াম ফি দিচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। হোম টিম হিসেবে পিচ নিয়ে তাঁদের মতামত থাকা স্বাভাবিক। সাইমন ডুল বলেন, 'হোম টিম কী চায় সেটা দেখা হচ্ছে না। কেকেআর স্টেডিয়ামের ভাড়া দিচ্ছে। আইপিএলের সমস্ত খরচ বহন করছে। তাসত্ত্বেও যদি হোম টিমের চাহিদা পূরণ না করা হয়, তাহলে কলকাতার বাইরে গিয়ে খেলা উচিত কেকেআরের। ওনার কাজ মতামত দেওয়া নয়। তার জন্য ওনাকে টাকা দেওয়া হয় না।'
এই বিষয়ে প্রাক্তন কিউয়ি তারকার সঙ্গে একমত হর্ষ ভোগলে। তিনিও মনে করেন, ঘরের মাঠে নিজের পছন্দের পিচ বানানোর অধিকার রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। হর্ষ ভোগলে বলেন, 'রাজস্থান রয়্যালস ঘরের মাঠে খেললে, তাঁদের বোলারদের সঙ্গে মানানসই পিচ হওয়া উচিত। কেকেআরের ক্ষেত্রেও তাই। আমি দেখেছি ইডেনের পিচ কিউরেটর কী বলেছেন। আমি কেকেআর শিবিরের অঙ্গ হলে, আমি এই মন্তব্যে খুবই অখুশি হতাম। কারণ আমি ১২০ রানের পিচ চাইছি না। আমি এমন একটা উইকেট চাইছি যেখানে আমাদের বোলাররা ম্যাচ জেতাতে পারবে। আমরা ১২০ রানের পিচ যেমন চাইছি না, তেমনই ২৪০ রানের পিচও চাইছি না। তবে আমার মতে আইপিএলের মতো টুর্নামেন্টে হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত। সেক্ষেত্রে বাইরের ম্যাচগুলো জেতাও গুরুত্বপূর্ণ হয়।' আরসিবির কাছে হারের পর থেকে ইডেনের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্পোর্টিং উইকেটের বদলে স্পিন সহায়ক পিচ চাইছে কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু কোটিপতি লিগের ম্যাচগুলোকে উপভোগ্য করে তুলতে পিচে পরিবর্তন আনতে চান না কিউরেটর সুজন মুখার্জি।
নানান খবর

নানান খবর

রবিবারের সন্ধ্যায় ইডেনে আইপিএল দেখতে যাচ্ছেন? আবহাওয়ার পূর্বাভাস বলছে অন্য কথা, আদৌ বল গড়াবে তো?

গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডারকে দলে নিল পাঞ্জাব কিংস, চেনেন এই তরুণ প্রতিভাকে?

চেন্নাই হারলেও নজির জাড্ডুর, হাঁকালেন সবচেয়ে বড় ছক্কা

'আমাকে ছয় মারো, কত আর মারবে?' চেন্নাইয়ের প্রাক্তন পেসারকে মোটিভেট করলেন বুমরা

গেইল-ডি'ভিলিয়ার্স অতীত, বেঙ্গালুরুর দ্রুততম অর্ধশতরানের মালিক এই ক্যারিবিয়ান তারকা

মুম্বই ইন্ডিয়ান্স নয়, চ্যাম্পিয়ন হিসেবে এই দলকে বেছে নিলেন সানি

নেহরার 'সিক্রেট সিগন্যাল'এ বাজিমাত সিরাজ-প্রসিদ্ধের? ভাইরাল ভিডিও

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার